Rape: অবক্ষয়ের মুখে সমাজ, বাড়ছে নারী নির্যাতন ও গণ ধর্ষণের ঘটনা

0
22
Rape

খাস খবর ডেস্ক: দেশ জুড়ে বাড়ছে নারী নির্যাতন, ধর্ষণ এবং গণ ধর্ষণের ঘটনা৷ শুধু প্রাপ্ত বয়স্ক নয়, এই নির্যাতনের হাত থেকে রেহাই পাইনি শিশুরাও৷ বর্ষ বিদায়ের মুহূর্তে শুক্রবার বিকেলে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর তরফে প্রকাশিত তথ্য বাংলাদেশ সম্পর্কে এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে আনা হয়েছে৷

ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করে এমএসএফ-এর কার্যনির্বাহী প্রধান অ্যাডভোকেট সাইদুর রহমান বলেন, ‘‘আধুনিক সমাজে নারী নির্যাতন ও নারী ধর্ষণের ঘটনা যে হারে বাড়ছে, তাতে একটা বিষয় স্পষ্ট যে সামাজিক অবক্ষয় বাড়ছে৷ এজন্য সমাজের গোড়া থেকে অর্থাৎ পরিবার থেকে আরও দায়িত্ববান হতে হবে৷’’ একই সঙ্গে তিনি বলেন, ‘‘এবিষয়ে আইন ব্যবস্থাকে আরও কঠোর হওয়া উচিত৷ সমাজে নারী নির্যাতনের ঘটনা কমাতে হলে দোষিদের দৃষ্টান্ত মূলক শাস্তি প্রয়োজন৷’’

সংস্থার প্রকাশিত তথ্য অনুযায়ী, গত বছর (২০২১ সালে) বাংলাদেশে যৌন নির্যাতনের শিকার হয়েছেন ১ হাজার ৬৩৭ জন। এর মধ্যে ৬৯২ জন মহিলা এবং ৯৪৫টি শিশু ও কিশোরী। এর মধ্যে ৩৯৬ টি ধর্ষণের ঘটনা ঘটেছে৷ গণর্ধষণের শিকার হয়েছেন ১০৭ জন মহিলা৷ এমনকি ধর্ষণের পর অপরাধীর মুখ বন্ধ করতে হত্যা করা হয়েছে ১১ জন মহিলাকে।

রিপোর্টে দাবি করা হয়েছে, সামাজিক লোক লজ্জার ভয়ে ধর্ষণের পর অপমানে আত্মঘাতী হয়েছেন ৩ জন নির্যাতিতা। এমনকি প্রতিবন্ধী নারী ধর্ষণের শিকার হয়েছেন আরও ১১ জন। এছাড়াও অ্যাসিড আক্রমণের শিকার হয়েছেন ১৬ জন মহিলা। অত্যাচারের দাপটে আত্মহত্যা করেছেন ৪২৩ জন নারী। যৌন লালসার পাশাপাশি পুরনো শত্রুতা, যৌতুক, প্রেম ঘটিত দ্বন্দ সহ একাধিক কারণে এই কাণ্ড বলেই রিপোর্টে দাবি করা হয়েছে৷

বছরের শেষে এমন তথ্য সামনে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে দেশ জুড়ে৷ নতুন বছরও কি একই ঘটনার পুনরাবৃত্তি ঘটাবে৷ নাকি অবক্ষয়ের হাত থেকে মুক্তিলাভ করে নয়া বার্তা সামনে আনবে সমাজ৷ সময়েই মিলবে এর সদুত্তর৷

আরও পড়ুন: বাঘাতঙ্কেই বর্ষবরণ, ফের Tiger কে খাঁচা বন্দি করতে কাল ঘাম ছুটছে বন কর্মীদের