
ঢাকা: উপনির্বাচনে মহাজোটের প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেনের কাছে মাত্র ৮৩৪ ভোটের ব্যবধানে হেরে গিয়েছেন হিরো আলম(Hero Alam)। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশারাফুল হোসেন ওরফে হিরো আলম ফলাফল ঘোষণার পরেই অভিযোগ তুলেছেন, উপনির্বাচনের ফলাফলে কারচুপি করা হয়েছে। এমনকি ন্যায়বিচার পেতে উচ্চ আদালতেও যাবেন বলে হুঙ্কার ছেড়েছেন তিনি।
আরও পড়ুন ভোটের লড়াইতে পরস্পরকে টেক্কা দিতে চান সরকার বাড়ির ৩ সদস্য
এই উপনির্বাচনে তিনি পেয়েছেন ১৯ হাজার ৫৭১ ভোট। কিন্তু তাতেও সাফল্য আসেনি। ভোটে জয় পাননি তিনি(Hero Alam)। ঘোষিত ফলে দেখা গিয়েছে, কাহালু ও নন্দীগ্রাম উপজেলার মোট ১১২টি কেন্দ্রে মোট বৈধ ভোট পড়েছে ৭৮ হাজার ৫২৪৷ এর মধ্যে ২০ হাজার ৪০৫ ভোট পেয়েছেন জয়ী প্রার্থী একে এম রেজাউল করিম৷ হিরো আলম পেয়েছেন মোট ১৯ হাজার ৫৭১ ভোট৷ ফলে ব্যবধান মাত্র ৮৩৪ ভোটে পরাজিত হয়েছেন তিনি৷ সামান্য ভোটে জয় হাতছাড়া হয়েছে তাঁর৷
আরও পড়ুন বাড়ির সেফটিক ট্যাঙ্কে উদ্ধার মহিলাদের পোশাক, মাথার খুলি, দেহের হাড়
হিরো আলমের অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ করেছেন কিন্তু এর কোনো ভিত্তি নেই। ফলাফল শতভাগ ঠিকভাবে হয়েছে বলে জানিয়েছেন রাশেদা সুলতানা। এমনকি নির্বাচনের ফল নিয়ে কোনোরকমের তদন্তে আগামীদিনে যাওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন আদানি গোষ্ঠীর কোম্পানিগুলির ব্যাঙ্কের সমস্ত তথ্য খতিয়ে দেখছে RBI