খাস ডেস্ক: বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় মোট ৭১জনের মৃত্যু হয়েছে। এছাড়া লক্ষ লক্ষ মানুষ বন্যাদুর্গত বলে জানা গিয়েছে। বাংলাদেশের বন্যাদুর্গত এলাকাগুলোতে জলবাহিত রোগে আক্রান্তর সংখ্যা ক্রমেই বাড়ছে। সূত্রের খবর, বন্যাদুর্গতের সংখ্যা ৫০ লক্ষাধিক।
গত দু’সপ্তাহ ধরে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার ফলে ভারত ও বাংলাদেশের মধ্যে বিরোধের সূত্রপাত হয়েছিল। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে অভিযোগ জানানো হয়েছিল, ভারতের বাঁধ থেকে ব্যাপক হারে জল ছাড়ার ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে ভারত ইতিমধ্যেই এই অভিযোগ অস্বীকার করেছে জানিয়েছে অতিরিক্ত বর্ষণের কারণেই বাংলাদেশে বন্যা হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের বন্যা সম্পর্কে ফলাও করে খবরাখবর প্রচারিত হচ্ছে। তাতে দেখা যাচ্ছে, অতিরিক্ত বৃষ্টিপাত এবং নদীগুলোর জল প্লাবিত হয়ে বাংলাদেশের বহু এলাকা প্লাবিত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য মন্ত্রকের পেশ করা পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় পেটের অসুখ, চামড়ার অসুখ এবং সর্প দংশনের ফলে ৫ হাজার নাগরিক বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
সূত্রের খবর, বাংলাদেশের বহু এলাকা প্লাবিত। রাজধানী ঢাকার অনেক এলাকার রাস্তাঘাট এখন জলমগ্ন। অতিরিক্ত বৃষ্টিপাত এবং বন্যার ফলে কৃষির বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে। সূত্রের খবর, টাকার অঙ্কে কৃষিতে মোট ক্ষতির পরিমাণ ২৮২ মিলিয়ন ডলার।
জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তন সারা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা। বাংলাদেশ জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তনজনিত সমস্যায় গুরুতরভাবে আক্রান্ত। কয়েক বছর আগে বিশ্বব্যাঙ্ক ইন্সটিটিউটের দেওয়া পরিসংখ্যান অনুসারে, প্রতি বছর ৩০ লক্ষাধিক মানুষ বাংলাদেশের নদীগুলোর জলস্ফীতির শিকার। এরপরের কয়েক বছরে বিপদ আরও বেড়েছে। সূত্রের খবর, ইউনিসেফের তরফে আবেদন করা হয়েছে, বন্যাদুর্গতদের সহায়তার জন্যে আর্থিক সহায়তা করা হোক। মোট ৩৫ মিলিয়ন ডলার অর্থ সহায়তা করার আর্জি জানানো হয়েছে।