ঢাকা: চিনে আটকে থাকা ১৭১ জন বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে পারছে না বাংলাদেশ সরকার। এমন তথ্যই সামনে এসেছে একটি সংবাদ মাধ্যমে। জানা গিয়েছে, বাংলাদেশ সরকার কোনওভাবে ফ্লাইটের ব্যবস্থা করতে পারছে না৷ কারণ, ক্রু মেম্বাররা করোনাভাইরাস আক্রান্ত জায়গায় যেতে চাইছেন না।
ফেব্রুয়ারি মাসের ১ তারিখ বাংলাদেশের নিজস্ব বিমান সংস্থা বিমান এয়ারলাইন্স এয়ারক্রাফট ৭৭৭-৩০০ইআর কে চিনে পাঠানো হয়৷ সেখান থেকে ৩১২ জন বাংলাদেশিকে দেশে ফেরাতে সক্ষম হয় হাসিনা সরকার। যার মধ্যে ১২ জন শিশু এবং ৩ জন সদ্যোজাত শিশুও ছিল।
বিডি নিউজ ২৪কে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘আমরা কোনও ফ্লাইট পাঠাতে পারছি না। কোনও ক্রু মেম্বার সেখানে যেতে চাইছেন না। সেই কারণে আমরা বাংলাদেশি নাগরিকদের বলেছি চিনে অপেক্ষা করতে’। মোমেন আরও জানিয়েছেন যে, চিন প্রশাসন ২৩ জায়গায় আটকে থাকা বাংলাদেশি নাগরিকদের যথেষ্ট খেয়াল রাখছেন এবং তাদেরকে খাবার এবং পানীয় জলের ব্যবস্থা করে দিয়েছে। এছাড়া তিনি আরও জানান, বেজিং-এ অবস্থিত বাংলাদেশ দূতাবাস প্রতিনিয়ত আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের সঙ্গে যোগাযোগ রাখছে।
ঢাকা ট্রিবিউন-র একটি রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রী আরও জানিয়েছেন, ‘এই মুহূর্তে একমাত্র চিনা চার্টেড ফ্লাইটই বাংলাদেশিদের ফিরিয়ে আনতে পারে। চিনা প্রশাসন প্রথমে এই বিষয় রাজি হলেও পরে তারা না করে দিয়েছে। আমাদের পক্ষে সেখানে কোনও ফ্লাইট পাঠানো এই মুহূর্তে সক্ষম হচ্ছে না’।