খাস খবর ডেস্ক: জাপানের তরফে অভিযোগ তোলা হয় বুধবারই। সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। জাপানের উপকূলরক্ষী বাহিনী প্রদত্ত তথ্যের ভিত্তিতে এই অভিযোগ আনেন দেশটির কর্মকর্তারা।
আরও পড়ুন: মাত্র ১ ভোটে জয়, বিরল দৃষ্টান্তের সাক্ষী থাকল বাংলা
উত্তর কোরিয়ার তরফেও এবারে সেই অভিযোগকে মান্যতা দেওয়া হল। সে দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, এই বছরের প্রথম কোনও বড় পরীক্ষা হিসেবে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে তারা। যা ৭০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। অন্যদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়, “এই নিয়ে দ্বিতীয়বার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া।”
কিম জং উন বছরের শুরুতে জানিয়েছিলেন, পরমাণু অস্ত্রের তুলনায় জনকল্যাণ-ই তাঁর কাছে প্রাথমিক প্রাধান্য। কিন্তু এরপরই সম্পূর্ণ ১৮০° ঘুরে দেশের প্রতিরক্ষা জোরালো করার প্রতিশ্রুতি দেন। কারণ হিসেবে বলেন উপত্যকার অস্থিতিশীল সামরিক পরিবেশের কথা।
ক্ষেপণাস্ত্রে উন্নয়ন ঘটাতে চায় যে অল্প সংখ্যক দেশ, তার মধ্যে উত্তর কোরিয়া অন্যতম। ২০২১ সালে বিভিন্ন ধরণেরই ক্ষেপণাস্ত্র প্রয়োগ করেছে কিম জংয়ের দেশ। সবে শুরু। ভবিষ্যতে এমন আরও ঘটনা সামনে আসতে চলেছে, তা রাষ্ট্রপ্রধানের কথা থেকেই বোঝা যাচ্ছে।