খাস খবর ডেস্ক: গত বছরের ফেব্রুয়ারি মাসে সম্পূর্ণ অবৈধ উপায়ে মায়ানমারের ক্ষমতায় এসেছিল জান্তাবাহিনী। এরপরই বন্দিনী হন ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছিল। যার অন্যতম হল অবৈধভাবে একটি ওয়াকিটকি নিজের কাছে রাখা।
আরও পড়ুন: প্রতিশোধ স্পৃহায় ২০০ নিরপরাধ গ্রামবাসীকে হত্যা করল জঙ্গিরা
সোমবার সেই মামলারই রায় ঘোষণা হতে চলেছে জান্তা আদালতে। বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে, এই রায় ডেমোক্র্যাটিক নেত্রীর বিপক্ষে গেলে অন্ততঃ ৬ বছরের কারাদণ্ড বাঁধা। অন্যদিকে সু চি’র নামে আরও কয়েকটি মামলা চলছে। সবকটি তাঁর বিপক্ষে গেলে অন্ততঃ কয়েক দশক তাঁকে জেলের চৌহদ্দির ভেতর কাটাতে হবে।
গত বছরের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের সময় কোনও রকম ওয়ারেন্ট ছাড়াই সু চি’র বাড়ীতে তল্লাশি চালায় জান্তা কর্তৃপক্ষ। এ সময়ই উদ্ধার করা হয় একটি ওয়াকিটকি। তৎক্ষণাৎ গ্রেফতার করা হয় ক্ষমতাচ্যুত নেত্রীকে।
আরও পড়ুন: কাজাখস্তানের আভ্যন্তরীণ বিক্ষোভে রাশিয়া নাক গলাচ্ছে কেন, অসন্তুষ্ট আমেরিকা
এছাড়া তাঁর বিরুদ্ধে আরও বেশ কয়েকটি মামলা বহমান। এর আগে নির্বাচনী প্রচারে কোভিড বিধি লঙ্ঘন এবং জান্তা বাহিনীর বিরুদ্ধে উস্কানির অভিযোগে সু চি-কে চার বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। তবে সাধারণ মানুষও গণতান্ত্রিক নেত্রীর বিরুদ্ধে এ অভিযোগ সহজে মেনে নেয়নি। সামরিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদের পাশাপাশি সু চি’র মুক্তির দাবীতে আন্দোলন জারি রয়েছে দেশজুড়ে।