লন্ডন: ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মন্ত্রিসভায় ভারতীয় বংশোদ্ভূতদের উজ্জ্বল উপস্থিতি লক্ষ্য করা যায়। তাঁর মন্ত্রিসভায় তিনজন ভারতীয় আছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য নাম হল অলোক শর্মা। ৫২ বছর বয়সী অলোক শর্মা ব্রিটিশ মন্ত্রিসভায় বিদেশমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তিনি এবছরের জাতিসংঘের ২৬ তম জলবায়ু সংক্রান্ত সম্মেলনে নতুন রাষ্ট্রপতি হিসেবে গ্লাসগোতে উপস্থিত থাকবেন তিনি।
শর্মার কাঁধেই জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ব্যবসায়িক সুবিধার্থের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনিই যুক্তরাজ্যের জলবায়ু পরিবর্তন কৌশল তৈরি করবেন। এর আগে তিনি আন্তর্জাতিক বিকাশের সেক্রেটারি অফ স্টেটের পদে ছিলেন। এছাড়াও আরও দুই ভারতীয় বংশোদ্ভূত হলেন প্রীতি প্যাটেল ও ঋষি সৌনক।
ঋষি সৌনক ২০১৫ সালে প্রথম হাউস অফ কমন্সে নির্বাচিত হয়েছিলেন। পাঁচ বছরের মধ্যেই তিনি ক্ষমতায় উন্নীত হন। তিনি এখন অর্থ সেক্রেটারি হিসাবে বরিসের মন্ত্রিসভায় আছেন। অন্য মন্ত্রিপরিষদ মন্ত্রী প্রীতি প্যাটেল স্বরাষ্ট্রসচিব হিসাবে রয়েছেন।