খাস ডেস্ক: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সেরগেই সোইগুর সঙ্গে বৈঠক করেছেন। সূত্রের খবর, সেন্ট পিটার্সবার্গে দুদেশের জাতীয় উপদেষ্টার বৈঠক হয়েছে ভারত ও রাশিয়ার দ্বিপাক্ষিক সমঝোতা সম্পর্কে। এছাড়া ইউক্রেন-রা্শিয়া যুদ্ধের সমাধান সম্পর্কে দিশার সন্ধানে আলোচনা হয়েছে।
রাশিয়ার এবার অনুষ্ঠিত হচ্ছে ব্রিকস সম্মেলন। ব্রিকসের অন্তর্গত দেশগুলোর মধ্যে রয়েছে ব্রাজিল, রাশি্য়া, ভারত, চিন ও দক্ষিণ আফ্রিকা। গত ২৩ অগাস্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে রাশিয়া বনাম ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে বৈঠক করেছেন। এরপর অজিত ডোভাল রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন, যা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
প্রধানমন্ত্রী মোদী জেলেনস্কিকে বলেছিলেন, সময় নষ্ট না করে ইউক্রেন ও রাশিয়ার উচিত বৈঠকে বসা। এক্ষেত্রে ভারত সদর্থক ভূমিকা পালন করবে। ১৯৯১ সালে ইউক্রেন স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করার পরে এই প্রথম ভারতের কোনও প্রধানমন্ত্রী ইউক্রেন সফরে গিয়েছেন।
গত শনিবার ইতালির প্রধানমন্ত্রী জেলেনস্কির সঙ্গে বৈঠক করে বলেন, ভারত ও চিন রাশিয়া বনাম ইউক্রেনের যুদ্ধ থামাতে সদর্থক ভূমিকা নিতে পারে। অন্যদিকে, ভারত মনে করছে, আলোচনা ও কূটনীতির মাধ্যমে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে ২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে চলা যুদ্ধের অবসান হতে পারে।