খাস ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন চারজন ভারতীয়। মৃতদেহ মধ্যে একজন মহিলা। ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে টেক্সাসে। মৃতদের নামধাম জানা গেলেও তাঁদের দেহ এখনও সনাক্ত করা যায়নি। সূত্রের খবর, মৃতদেব সনাক্ত করতে ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে।
জানা গিয়েছে, একটি এসইউভিতে চেপে ওই চারজন আরকানসাসে যাচ্ছিলেন। সেইসময়ে পাঁচটি গাড়ির মধ্যে সংঘর্ষে এসইউভিতে আগুন লেগে যাওয়ায় সওয়ারি ও চালক মিলিয়ে চার ভারতীয় দগ্ধ হয়ে মারা গিয়েছেন। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম আরিয়ান রঘুনাথ ওরামপাটি, ফারুক, লোকেশ পালাচারলা এবং দর্শিণী বসুদেবন।
জানা গিয়েছে, আরিয়ান টেক্সাস বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। কয়েকদিন পরেই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। আরিয়ানের বাবা-মা ওই সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন। ওঁরা শোকে পাথর ছেলের মৃত্যু সংবাদ পেয়ে।
ফারুক তিন বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন উচ্চশিক্ষার জন্য। সম্প্রতি তিনি এমএস ডিগ্রি অর্জন করেছেন। দর্শিণী গত তিন বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তিনি। এছাড়া লোকেশ গত কয়েক বছর ধরে কাজের সূত্রে সস্ত্রীক মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী। এই দুর্ঘটনার খবর পেয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা।