
খাসডেস্ক : সম্প্রতি ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের (stuff layoff) কথা ঘোষণা করেছে গুগল (google)। এরপরই গুগলের প্রায় ১৪ হাজার কর্মী গুগল সিইও (CEO) সুন্দর পিচাইয়ের (sundar pichai) উদ্দেশে স্বাক্ষর সম্বলিত একটি পিটিশন দাখিল করলেন। যেখানে ছাঁটাইয়ের বিরুদ্ধে কর্মীদের প্রতি সংস্থার তরফে নরম মানসিকতা দেখানোর আবেদন জানান হয়েছে।
আরও পড়ুন :‘মোদী সারনেম’ মামলায় দোষীসাব্যস্ত রাহুল, ২ বছর কারাদণ্ডের নির্দেশ কংগ্রেস সাংসদকে
এই চিঠিতে বেশ কয়েকটি দাবি রাখা হয়েছে। সেগুলি হল নতুন নিয়োগ বন্ধ করা, বাধ্যতামূলকের আগে স্বেচ্ছায় রিডানড্যান্সি চাওয়া, চাকরির শূন্যপদে কর্মীদের ছাঁটাইকে অগ্রাধিকার দেওয়া এবং কর্মীদের নির্ধারিত সময়সীমা শেষ করতে দেওয়া। ইউক্রেনের মতো দেশ থেকে কর্মীদের বরখাস্ত করা এড়াতে এবং তাঁদের চাকরি সহ ভিসা-সংযুক্ত আবাস হারানোর ঝুঁকিতে থাকা ব্যক্তিদের অতিরিক্ত সহায়তা প্রদান করার আহ্বান জানান হয়েছে। চিঠিতে বলা হয়েছে, “আলফাবেট এর কর্মশক্তি কমানোর সিদ্ধান্তের প্রভাব বিশ্বব্যাপী।” “কোথাও শ্রমিকদের কণ্ঠস্বর পর্যাপ্তভাবে বিবেচনা করা হয়নি, এবং আমরা জানি যে শ্রমিক হিসাবে আমরা একা থেকে বেশি শক্তিশালী।”
আরও পড়ুন :Pathaan-ট্রেন্ডিং-এ ইরফান-পুত্র, খুদের নাচ দেখে যা বললেন শাহরুখ
পিটিশনটি জানুয়ারিতে অ্যালফাবেটের ঘোষণাকে অনুসরণ করে। যে ঘোষণা অনুযায়ী মহামারী-পরবর্তী মন্দায় ব্যয় কমাতে বিনিয়োগকারীদের চাপের কারণে প্রায় 6% কর্মশক্তি কমিয়ে দেবে। Meta Platforms Inc., Amazon.com Inc. এবং Microsoft Corp. হল অন্যান্য টেক জায়ান্টদের মধ্যে যারা বছরের পর বছর বৃদ্ধি এবং নিয়োগের পর সাম্প্রতিক মাসগুলিতে হেডকাউন্ট কমিয়েছে৷ অ্যালফাবেটের একজন মুখপাত্র এই আবেদনের বিষয়ে মন্তব্য করেননি। চিঠিটি সংগঠিত হয়েছে অ্যালফাবেট ওয়ার্কার্স ইউনিয়ন, ইউনাইটেড টেক অ্যান্ড অ্যালাইড ওয়ার্কার্স এবং ইউএনআই গ্লোবাল সহ ইউনিয়ন দ্বারা সমর্থিত একদল কর্মচারী দ্বারা। কর্মীরা ক্যালিফোর্নিয়ায় গুগলের (google) সদর দফতরে পিচাইয়ের (sundar pichai) কাছে একটি অনুলিপি উপস্থাপন করার আগে আরও কয়েক দিন পিটিশনটি প্রচার করার পরিকল্পনা করছেন।