Home আন্তর্জাতিক বিশ্বে ফের একদিনে করোনায় মৃত্যু ১৪ হাজার

বিশ্বে ফের একদিনে করোনায় মৃত্যু ১৪ হাজার

0
প্রতীকী ছবি

খাসখবর ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃত্যু ফের বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১৩ হাজার ৯৮৯ জন। আর নতুন করে আক্রান্ত হয়েছেন চার লক্ষ ২৬ হাজার ৮৭১ জন। তবে একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন পাঁচ লক্ষ ৪০ হাজার ৮০৬ জন। বৃহস্পতিবার আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গিয়েছে।

প্রসঙ্গত, চলতি সপ্তাহের বুধবার ২৪ ঘণ্টায় করোনায় বিশ্বজুড়ে মৃত্যু হয় ১০ হাজার ৬৭৭ জনের। এছাড়াও নতুন করে আক্রান্ত হয় তিন লক্ষ ৬৮ হাজার ৪৩৭ জন রোগী। আর একইসঙ্গে সুস্থ হয়েছিলেন পাঁচ লক্ষ ১৩ হাজার ৬৪৩ জন। সেই হিসাবে ২৪ ঘণ্টার ব্যবধানে মৃত্যু বেড়েছে প্রায় সাড়ে ৩ হাজার এবং আক্রান্ত বেড়েছে প্রায় ৫৮ হাজার।

ওয়ার্ল্ডোমিটার থেকে জানা গিয়েছে, বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন মোট ১৭ কোটি ৪৭ লক্ষ ৩৮ হাজার ৭৬২ জন। এর মধ্যে মারা গিয়েছেন ৩৭ লক্ষ ৬২ হাজার ৫৭০ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ কোটি ৮১ লক্ষ ৩৩ হাজার ৯৩৫ জন।

আরও পড়ুন-গরিব দেশগুলোকে ৫০ কোটি টিকা দেবে আমেরিকা

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন তিন কোটি ৪২ লক্ষ ৬৪ হাজার ৭২৭ জন। এর মধ্যে মারা গিয়েছেন ছয় লক্ষ ১৩ হাজার ৪৯৪ জন। আর সুস্থ হয়েছেন দুই কোটি ৮২ লক্ষ ৫৪ হাজার ৯১ জন।

সংক্রমণের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। এখনও পর্যন্ত দুই কোটি ৯১ লক্ষ ৮২ হাজার ৭২ জনের করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে তিন লাখ ৫৯ হাজার ৬৯৫ জনের। আর সুস্থ হয়েছেন দুই কোটি ৭৬ লক্ষ ৪৫ হাজার ২২৫ জন।

তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক কোটি ৭১ লক্ষ ২৫ হাজার ৩৫৭ জন। মৃত্যু হয়েছে চার লক্ষ ৭৯ হাজার ৭৯১ জনের। আর সুস্থ হয়েছেন এক কোটি ৫৫ লক্ষ ৯৬ হাজার ৮১৬ জন।

আরও পড়ুন-আটদিনের ইউরোপ সফরে মার্কিন প্রেসিডেন্ট, পুতিনের সঙ্গে বৈঠক

এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স, পঞ্চম স্থানে তুরস্ক, ষষ্ঠ স্থানে রাশিয়া, সপ্তম যুক্তরাজ্য, অষ্টম ইতালি, নবম আর্জেন্টিনা এবং দশম জার্মানি। সংক্রমণ ও মৃত্যুর তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৩২তম। দেশে এখন পর্যন্ত আট লক্ষ ১৭ হাজার ৮১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গিয়েছেন ১২ হাজার ৯৪৯ জন। আর সুস্থ হয়ে উঠেছেন সাত লক্ষ ৫৭ হাজার ৫৬৯ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চিনের উহানে প্রথম করোনা ভাইরাস ধরা পড়ে। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চিনের বাইরে প্রথম করোনা রোগী ধরা পড়ে থাইল্যান্ডে। পরে ধীরে ধীরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।

করোনা প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এরপর ২ ফেব্রুয়ারি চিনের বাইরে করোনায় প্রথম কোনও রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপাইনে। ওই বছরেরই ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Exit mobile version