খাস ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা। শুক্রবার নেপালের তানাহুন জেলায় একটি ভারতীয় যাত্রীবাহী বাস মারস্যাংদি নদীতে পড়ে যায় বলেই খবর। ১৪ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। ৪০ জন ভারতীয়কে নিয়ে বাসটি পোখারা থেকে কাঠমান্ডুর দিকে যাচ্ছিল বলেই জানা গিয়েছে।
তানাহুন জেলার ডিএসপি দীপকুমার রায় বলেন, ” উত্তরপ্রদেশের এফটি 7623 নম্বর প্লেট বিশিষ্ট বাসটি নদীতে পড়ে গিয়েছে।” তানাহুন জেলার আয়না পাহাড়ায় এ দুর্ঘটনা ঘটে। বাসের ৪০ জন যাত্রীই ভারতীয় পর্যটক ছিলেন বলেই স্থানীয় পুলিশ জানিয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ার পরেই উদ্ধার অভিযানে ঝাঁপিয়ে পড়েছে নেপাল ডিজাস্টার ম্যানেজমেন্ট ট্রেনিং স্কুলের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ মাধব পাউডেলের নেতৃত্বে ৪৫ জন সশস্ত্র পুলিশ কর্মীদের একটি দল। চলছে উদ্ধার অভিযান। ভিজ্যুয়ালে দেখা গিয়েছে বাসের উপরের অংশ ভাঙ্গে গিয়েছে এবং ধ্বংসাবশেষ মারস্যংদী নদীর কাছে পড়ে আছে।
জানা গিয়েছে, ভারতীয় যাত্রীরা পোখারার মাঝেরি রিসোর্টে অবস্থান করছিলেন। শুক্রবার সকালে পোখারা থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে বাসটি ছেড়ে যায়। উত্তরপ্রদেশের ত্রাণ কমিশনার বলেছেন যে রাজ্যের কোনও ব্যক্তি বাসে ছিলেন কিনা তা জানতে যোগাযোগ স্থাপনের চেষ্টা করা হচ্ছে। বর্ষায় নেপালে বন্যায় প্রায় ২০০ জনের মৃ্ত্যু হয়েছে এবং ৫০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলেই জানা গিয়েছে। এর আগে গত মাসে, ভূমিধসের কারণে প্রায় ৫৬ জন যাত্রী নিয়ে দুটি বাস নেপালের ত্রিশূলী নদীতে পড়ে যায়। দুর্ঘটনায় সাত ভারতীয়সহ ৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।