দিঘার চলন্ত ট্রেনে তরুণীর নিম্নাংশের ছবি তোলার অভিযোগ, গ্রেফতার যুবক

0
894
Dating App

দিঘা: চলন্ত ট্রেনের মধ্যে এক তরুণীর নিম্নাংশের ছবি তোলার অভিযোগ৷ গণধোলাই দেওয়ার পর অভিযুক্ত যুবককে রেল পুলিশের হাতে তুলে দিলেন রেলযাত্রীরা৷ দিঘা (Digha) থেকে কলকাতার ফেরার পথে ঘটনাটি ঘটে৷ রেল পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত যুবকের নাম সজল অধিকারী। কলকাতার দমদমের বাসিন্দা। সোমবার অভিযুক্তকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে তাম্রলিপ্ত এক্সপ্রেসে। ট্রেনে করে দিঘা (Digha) থেকে পরিবারের সঙ্গে কলকাতায় ফিরছিলেন ওই তরুণী। সংশ্লিষ্ট বগিতেই ছিলেন কলকাতার দমদমের বাসিন্দা সজল অধিকারী। ট্রেনটি দিঘা থেকে কাঁথি স্টেশন পৌঁছানোর আগে গোলমাল শুরু হয়। অভিযোগ, ওই যুবক তরুণীর নিম্নাংশের ছবি তোলার চেষ্টা করছিল৷ পরিবারের সদস্যদের সন্দেহ হলে ওই যুবকের কাছ থেকে মোবাইলটি ছাড়িয়ে নেয়৷ প্রবল চাপের মুখে ওই যুবক পুরো ঘটনাটি স্বীকার করে বলে অভিযোগ! এরপর তরুণীর পরিবার সহ একাংশ রেলযাত্রীর গণধোলাইয়ের শিকার হয় অভিযুক্ত যুবক৷

- Advertisement -

ট্রেনটি কাঁথি স্টেশনে পৌঁছালে কাঁথি রেল পুলিশ এগিয়ে আসে৷ তরুণীর পরিবারের তরফে রেল পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়৷ এরপর অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ৷ রেল পুলিশের এক আধিকারিক বলেন, ‘‘চলন্ত ট্রেনের মধ্যে এক তরুণীর নিম্নাংশের ছবি তোলার অভিযোগ উঠেছিল এক যুবকের বিরুদ্ধে৷ তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে৷’’ সূত্রের খবর, এদিন রেল পুলিশের তরফে অভিযুক্তের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে আদালতে পাঠানো হয়৷ যদিও শর্তসাপেক্ষে অভিযুক্তকে জামিনে মুক্তি দেন বিচারক।

আরও পড়ুন: শুভেন্দুর ডেরায় ধরাশায়ী তৃণমূল, সিপিএমের সহযোগিতায় শাসককে শূন্য করল বিজেপি