নিজস্ব সংবাদদাতা, বসিরহাট: গভীর রাতে মূক-বধির মহিলাকে ধর্ষণের অভিযোগ৷ ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ৷ ঘটনাটি ঘটেছে বসিরহাটের স্বরূপনগর থানার তেতুঁলিয়া বাজার এলাকায়৷ অভিযুক্ত যুবকের নাম সুজিত গোলদার৷ তেতুলিয়া খালধার এলাকার বাসিন্দা৷
জানা গিয়েছে, গত ১০ অগস্ট গভীর রাতে সুযোগ বুঝে তেতুলিয়া খালধার সংলগ্ন এলাকায় বছর ৩০-এর এক মূক-বধির মহিলাকে ধর্ষণ করে সুজিত নামে এক যুবক৷ ঘটনায় ওই মহিলার মা স্বরূপনগর থানায় অভিযোগ দায়ের করেন৷ অভিযোগ পেয়ে অভিযানে নামে স্বরূপনগর থানার সাদা পোশাকের পুলিশ৷
রবিবার বিকেলে তেতুঁলিয়া বাজার এলাকা থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে বসিরহাট থানার পুলিশ৷ সোমবার সকালে গ্রেফতার হওয়া ওই অভিযুক্তকে পাঁচদিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বসিরহাট মহকুমা আদালতে পাঠাল স্বরূপনগর থানার পুলিশ৷