খাসডেস্ক: আংশিকভাবে কাজে ফিরেছিলেন। জানিয়েছিলেন চিকিৎসকদের উপর হামলার মতো কোন ঘটনা ঘটলে পুনরায় আন্দোলনে ফিরবেন। তেমনটা হল তাই। তবে পুরোপুরি নয়। আংশিকভাবেই। শুক্রবার সন্ধ্যায় সাগর দত্ত (sagar dutta) সাগরহাসপাতালে রোগী মৃত্যুর ঘটনা ঘটে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে চিকিৎসক, নার্সদের উপর চড়াও হন উত্তেজিত জনতা। ওই রাতেই চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের উপর চড়াও হওয়ার প্রতিবাদে আন্দোলন শুরু করেন জুনিয়র চিকিৎসকরা। সামনে আসে আন্দোলনকারীদের ১০ দফা দাবি।
আরও পড়ুন : ইলেকটোরাল বন্ডের আড়ালে তোলা, নির্মলার সীতারমনের বিরুদ্ধে FIR দায়েরের অনুমতি
প্রথমত শুক্রবারের ঘটনা কি কারণে ঠেকানো গেল না। হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাতে হবে। দ্বিতীয়ত ঘটনার সময় উপস্থিত থাকা পুলিশ কর্মী ও নিরাপত্তা কর্মীদের শোকজ করতে হবে। তৃতীয়ত হাসপাতালের মহিলা ওয়ার্ডে এবং মহিলা ওয়ার্ডের বাইরে অন কল রুমের কাছে কী কারণে পর্যাপ্ত সিসি ক্যামেরা নেই, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে ব্যাখ্যা দিতে হবে। চতুর্থত সিসিটিভি ফুটেজ দেখার দায়িত্বপ্রাপ্ত কর্মীও ঘটনার সময় উপস্থিত ছিলেন না বলে অভিযোগ। লিখিত জবাব দিতে হবে কর্তৃপক্ষকেই।
আরও পড়ুন : গ্যাংস্টার হওয়াই কি টার্গেট, দিল্লি গুলিকাণ্ডে দুষ্কৃতীরা পালানোর আগে ফেলে গেলেন পছন্দের বই
পঞ্চমত চলতি মাসের শুরুর দিকেও সাগর দত্ত (sagar dutta) হাসপাতালে ভাঙচুরের অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় কয়েক জন ইন্টার্ন জড়িত ছিলেন বলে অভিযোগ। ওই ঘটনায় জড়িতদের অবিলম্বে সাসপেন্ড করার দাবি জানানো হয়েছে। ষষ্ঠত হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে পড়ুয়াদের যৌন নিগ্রহের অভিযোগ উঠলেও কেন এখনও অভ্যন্তরীণ কমিটি তদন্ত শুরু করেনি, সেই নিয়েও প্রশ্ন জুনিয়র ডাক্তারদের। সপ্তমত চলতি মাসের শুরুতে হাসপাতালে ভাঙচুরের ঘটনায় অনুসন্ধান কমিটির কী অগ্রগতি, সে বিষয়েও তথ্য জানতে চেয়েছেন সাগর দত্তের জুনিয়র ডাক্তারেরা। অষ্টমত অবিলম্বে সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেসিডেন্ট ডাক্তারদের সংগঠন তৈরির অনুমোদন দিতে হবে।
আরও পড়ুন : ফাঁসিকাঠে ঝুলতে হতে পারে সন্দীপদের, অভিযোগ এতটাই গুরুতর, বললেন বিচারক
নবমত সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী হাসপাতালের নিরাপত্তা বৃদ্ধি করতে কী কী পদক্ষেপ করা হয়েছে, সে বিষয়েও কর্তৃপক্ষের থেকে লিখিত জবাব চেয়েছেন জুনিয়র ডাক্তারেরা। দশমত মেডিক্যাল কলেজের পরীক্ষা সংক্রান্ত বিষয়ে যে বেনিয়মের অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে, সেটি নিয়েও হাসপাতাল কর্তৃপক্ষের পদক্ষেপ লিখিত আকারে জানানোর দাবি তুলেছেন জুনিয়র ডাক্তারেরা। আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন কাণ্ডে সুপ্রিম কোর্ট হাসপাতালগুলিতে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছে। বেঁধে দেওয়া হয়েছে সময়সীমাও। তার পরেও সরকারি হাসপাতালগুলিতে নিরাপত্তা ব্যবস্থা যে খোকলা এদিনের ঘটনার পর তার স্বচ্ছতা আরও বাড়ল।