29 C
Kolkata
Thursday, October 10, 2024
Home কলকাতা সুপ্রিম নির্দেশের পরেও আদৌ কি রাজ্যের নজর ছিল নিরাপত্তায়, ১০ দফা দাবিতে...

সুপ্রিম নির্দেশের পরেও আদৌ কি রাজ্যের নজর ছিল নিরাপত্তায়, ১০ দফা দাবিতে আন্দোলনে জুনিয়র চিকিৎসকরা

খাসডেস্ক: আংশিকভাবে কাজে ফিরেছিলেন। জানিয়েছিলেন চিকিৎসকদের উপর হামলার মতো কোন ঘটনা ঘটলে পুনরায় আন্দোলনে ফিরবেন। তেমনটা হল তাই। তবে পুরোপুরি নয়। আংশিকভাবেই। শুক্রবার সন্ধ্যায় সাগর দত্ত (sagar dutta) সাগরহাসপাতালে রোগী মৃত্যুর ঘটনা ঘটে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে চিকিৎসক, নার্সদের উপর চড়াও হন উত্তেজিত জনতা। ওই রাতেই চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের উপর চড়াও হওয়ার প্রতিবাদে আন্দোলন শুরু করেন জুনিয়র চিকিৎসকরা। সামনে আসে আন্দোলনকারীদের ১০ দফা দাবি।

- Advertisement -

আরও পড়ুন : ইলেকটোরাল বন্ডের আড়ালে তোলা, নির্মলার সীতারমনের বিরুদ্ধে FIR দায়েরের অনুমতি 

প্রথমত শুক্রবারের ঘটনা কি কারণে ঠেকানো গেল না। হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাতে হবে। দ্বিতীয়ত ঘটনার সময় উপস্থিত থাকা পুলিশ কর্মী ও নিরাপত্তা কর্মীদের শোকজ করতে হবে। তৃতীয়ত হাসপাতালের মহিলা ওয়ার্ডে এবং মহিলা ওয়ার্ডের বাইরে অন কল রুমের কাছে কী কারণে পর্যাপ্ত সিসি ক্যামেরা নেই, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে ব্যাখ্যা দিতে হবে। চতুর্থত সিসিটিভি ফুটেজ দেখার দায়িত্বপ্রাপ্ত কর্মীও ঘটনার সময় উপস্থিত ছিলেন না বলে অভিযোগ। লিখিত জবাব দিতে হবে কর্তৃপক্ষকেই।

- Advertisement -

আরও পড়ুন : গ্যাংস্টার হওয়াই কি টার্গেট, দিল্লি গুলিকাণ্ডে দুষ্কৃতীরা পালানোর আগে ফেলে গেলেন পছন্দের বই

পঞ্চমত চলতি মাসের শুরুর দিকেও সাগর দত্ত (sagar dutta) হাসপাতালে ভাঙচুরের অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় কয়েক জন ইন্টার্ন জড়িত ছিলেন বলে অভিযোগ। ওই ঘটনায় জড়িতদের অবিলম্বে সাসপেন্ড করার দাবি জানানো হয়েছে। ষষ্ঠত হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে পড়ুয়াদের যৌন নিগ্রহের অভিযোগ উঠলেও কেন এখনও অভ্যন্তরীণ কমিটি তদন্ত শুরু করেনি, সেই নিয়েও প্রশ্ন জুনিয়র ডাক্তারদের। সপ্তমত চলতি মাসের শুরুতে হাসপাতালে ভাঙচুরের ঘটনায় অনুসন্ধান কমিটির কী অগ্রগতি, সে বিষয়েও তথ্য জানতে চেয়েছেন সাগর দত্তের জুনিয়র ডাক্তারেরা। অষ্টমত অবিলম্বে সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেসিডেন্ট ডাক্তারদের সংগঠন তৈরির অনুমোদন দিতে হবে।

আরও পড়ুন : ফাঁসিকাঠে ঝুলতে হতে পারে সন্দীপদের, অভিযোগ এতটাই গুরুতর, বললেন বিচারক

- Advertisement -

নবমত সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী হাসপাতালের নিরাপত্তা বৃদ্ধি করতে কী কী পদক্ষেপ করা হয়েছে, সে বিষয়েও কর্তৃপক্ষের থেকে লিখিত জবাব চেয়েছেন জুনিয়র ডাক্তারেরা। দশমত মেডিক্যাল কলেজের পরীক্ষা সংক্রান্ত বিষয়ে যে বেনিয়মের অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে, সেটি নিয়েও হাসপাতাল কর্তৃপক্ষের পদক্ষেপ লিখিত আকারে জানানোর দাবি তুলেছেন জুনিয়র ডাক্তারেরা। আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন কাণ্ডে সুপ্রিম কোর্ট হাসপাতালগুলিতে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছে। বেঁধে দেওয়া হয়েছে সময়সীমাও। তার পরেও সরকারি হাসপাতালগুলিতে নিরাপত্তা ব্যবস্থা যে খোকলা এদিনের ঘটনার পর তার স্বচ্ছতা আরও বাড়ল।

- Advertisement -

সপ্তাহের সবচেয়ে জনপ্রিয় সংবাদ

মুকুটে নয়া পালক, পরের লক্ষ্য ঠিক করে ফেলেছেন ৩৭ বছর বয়সী মেসি

স্পোর্টস ডেস্ক: বছর দুয়েক আগে কাতারে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছেন আর্জেন্টিনাকে। চলতি বছরে টানা দ্বিতীয়বার জিতে নিয়েছেন কোপা আমেরিকা। কিন্তু এরপরও আত্মতুষ্টি বা ক্লান্তির লেশমাত্র...

IND vs BAN: নো লাক নেলসন

শুভম দে: ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের খেলা চলছে গ্রিন পার্কে। প্রথম দিনে কিছুসময় খেলা হলেও, বৃষ্টিতে ভেসে গেছে মাঝের দুদিন। অবশেষে আজ রোদের ওম গায়ে...

নতুন কোচের হাত ধরে ছন্দে ফিরতে মরিয়া লাল-হলুদ শিবির

স্পোর্টস ডেস্ক: পরপর ৩ ম্যাচে হার। ইন্ডিয়ান সুপার লিগের (ISL) শুরুতেই মুখ থুবড়ে পড়েছে লাল-হলুদ বাহিনী। ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন কোচ কুয়াদ্রাত। নতুন...

মহালয়ায় বৃষ্টি, পুজোতেও কি ভাসবে শহর

কলকাতা: পুজোয় আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে যথেষ্ট চিন্তিত বঙ্গবাসী। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পুজোয় বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রাত পেরোলেই...

খবর এই মুহূর্তে

বিদায় রতন টাটা, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন শেষকৃত্য

খাসডেস্ক: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় রতন টাটা (ratan tata) । প্রয়াত শিল্পপতির শেষকৃত্যে উপস্থিত ছিলেন অমিত শাহর মতো হাইপ্রোফাইল ব্যক্তিত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিবর্তে...

শেষবারের মতো প্রভুকে দেখতে গোয়া এল, কেন রতন টাটার সারমেয়র ব্যতিক্রমী নাম

খাসডেস্ক: রতন টাটার (ratan tata)প্রিয় সারমেয়, গোয়া । প্রভুকে শেষবারের মতো এল শ্রদ্ধা জানাতে। সারমেয়দের প্রতি প্রয়াত শিল্পপতির ভালোবাসা কারোর অজানা নয়। বিশেষ করে...

ফিরেছেন রাজ্যপাল, সিনিয়রদের অনুরোধেও কাজ হয়নি, অনশনকারী জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য নিয়ে বাড়ছে উদ্বেগ

খাসডেস্ক: উদ্বেগ বাড়ছে জুনিয়র ডাক্তার (junior doctor) অনিকেত মাহাতোকে নিয়ে। তাঁর শারীরিক অবস্থার ক্রমশই অবনতি হচ্ছে। বাকি অনশনকারীদের শারীরিক অবস্থার অবনতি হলেও অনিকেতের ক্ষেত্রে...

পার্শি রিচুয়াল মেনে শেষকৃত্য রতন টাটার, বিজনেস টাইকুনের দেহ ঝুলবে টাওয়ার অব সাইলেন্সে

খাসডেস্ক: পার্শি রিচুয়াল মেনেই সম্পন্ন হবে রতন টাটার (ratan tata) শেষকৃত্য। বুধবার রাতে ভারতের শিল্পজগতের টাইকুন রতন টাটা শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মুম্বইয়ের ব্রিচ...