কলকাতা: সোমবার সকাল থেকেই কলকাতা (Kolkata) সহ সমগ্র দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা। কোনো কোনো জায়গায় মাঝেমধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আগামী মঙ্গলবার থেকে কমতে পারে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Department) সূত্রে।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, সোমবার কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিছু জায়গায় আবার হতে পারে ভারী বৃষ্টিও। অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে হুগলি (Hooghly), উত্তর ২৪ পরগনা (North 24 Parganas), বাঁকুড়া (Bankura), পূর্ব বর্ধমান (Purba Bardhaman), পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman), বীরভূম (Birbhum), মুর্শিদাবাদ (Murshidabad) এবং নদিয়ায় (Nadia)। হাওড়া (Howrah), দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas), পূর্ব মেদিনীপুর (Purba Medinipur), পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur), ঝাড়গ্রাম (Jhargram) এবং পুরুলিয়ায় (Purulia)-ও হতে পারে ভারী বৃষ্টি। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিস আরও জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে দুর্যোগের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বর্তমানে উত্তাল রয়েছে সমুদ্র। তাই সমুদ্রের ওপর প্রায় ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদেরও সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী মঙ্গলবার দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বৃষ্টি কমলেও উত্তর ২৪ পরগণা, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিমের বেশ কিছু জেলায় আগামী বুধবার পর্যন্ত চলতে পারে ভারী বৃষ্টি।
আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গের কিছু জেলায় সোমবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও আলিপুরদুয়ার (Alipurduar) এবং কালিম্পং (kalimpong)-এ জারি থাকছে ভারী বৃষ্টির সতর্কতা। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রির কাছাকাছি।