খাসডেস্ক: অভিযোগ রয়েছে তথ্য প্রমাণ লোপাটের । টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে শনিবারই গ্রেফতার করেছে সিবিআই (CBI)। এবার অভিজিৎ মণ্ডলের স্ত্রীকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তলব করা হয়েছে আইনজীবী শঙ্খজিৎ মিত্র-কেও। কিন্তু কেন? অভিজিৎ মণ্ডলের স্ত্রীকে তলব করার প্রয়োজন কেন পড়ল?
আরও পড়ুন : তদন্তকারীদের বার বার ‘ঘোল’ খাওয়ানোর চেষ্টা করেছেন সন্দীপ
জানা গিয়েছে টালা থানার প্রাক্তন ওসির স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু প্রশ্নের উত্তর পেতে চায় তাঁরা। তদন্তকারীরা আসলে জানতে চাইছেন ঘটনার পর অভিজিৎ বাড়িতে কিছু জানিয়েছিলেন কিনা। তাঁর স্ত্রী স্বামীর আচরনে কিছু অস্বাভাবিকত্ব লক্ষ্য করেছেন কিনা। তাঁকে দেখে স্ত্রী-র সন্দেহজনক কিছু মনে হয়েছে কিনা ইত্যাদি নানা প্রশ্নের উত্তর খুঁজছে সিবিআই।
আরও পড়ুন: এক দেশ এক নির্বাচনে বদ্ধ পরিকর মোদী, তবে সমস্যাও রয়েছে একাধিক
টালা থানার প্রাক্তন ওসির বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ এনেছে সিবিআই (CBI)। কেন এত দেরিতে এফআইআর দায়ের করা হল সেই প্রশ্নও রয়েছে। ধর্ষণ ও খুনের মামলায় যতটা সতর্ক থাকা উচিত ছিল, ততটা থাকেননি। অটোপসি, ফিঙ্গারপ্রিন্ট, ফুটপ্রিন্ট উধাও নষ্ট হয়েছে। প্রাক্তন ওসিকে গ্রেফতারির দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। প্রায় ৩ ঘণ্টা টানাপোড়েনের পর বৈঠক বাতিল হয়ে যায়। শুরুতে লাইভ স্ট্রিমিং ও ভিডিওগ্রাফির সিদ্ধান্তে অনড় ছিলেন আন্দোলনকারীরা। সরকারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় তা সম্ভব নয়। শেষ পর্যন্ত সরকার পক্ষের প্রস্তাবে রাজিও হয়ে যান জুনিয়র চিকিৎসকরা। তবে অনেক দেরি হয়ে গিয়েছে বলে বৈঠক বাতিল করে দেওয়া হয়। অনেকেই মনে করছেন, প্রাক্তন ওসি ও ধর্ষণ-খুনের মামলায় সন্দীপ ঘোষ গ্রেফতারির পর অস্বস্তি এড়াতে বৈঠক বাতিল করা হয় ।