কলকাতা: সপ্তাহের মাঝামাঝিতে পরিবর্তন আবহাওয়ার। আগামী কয়েক দিন ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার পর্যন্ত জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। সপ্তাহের শেষে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও আগামী সপ্তাহে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে আগামী ২৬ অগাস্ট পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বুধবার পশ্চিমের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। বৃহস্পতিবারও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে একাধিক জেলায়। এই জেলাগুলি হল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়া। শুক্রবার ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।
শনিবার ও রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মালদহ-সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। আপাতত আগামী তিন দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃষ্টি হলে জেলাগুলির তাপমাত্রা কমবে। যে কোনও মুহূর্তে মুষলধারে নেমে আসবে বৃষ্টি। মাঝে মধ্যে ঝিরঝির করে পড়ছে বৃষ্টি।
অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা। বৃহস্পতিবার মালদহ ও উত্তর দিনাজপুর জেলাতে হতে পারে ভারী বৃষ্টিপাত, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি সেলসিয়াস কম এবং বুধবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি।