সুলেখা পোদ্দার: পশ্চিমী ঝঞ্ঝার দাপটে বাঁধা পাচ্ছিল উত্তরের হাওয়া। বেশ কয়েকদিন পশ্চিমী ঝঞ্ঝার জেরে বৃষ্টিরও দেখা মিলেছিল বাংলায়। তবে এবার কেটেছে বৃষ্টির দাপট। একইসঙ্গে রাতের তাপমাত্রা আরও কমতে পারে বলে আশা করা যাচ্ছে। তবে তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন না হলেও শীঘ্রই বাংলায় ফিরতে পারে শীত। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন-মাঝনদীতে ট্রলারডুবি, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন মৎস্যজীবীরা
তবে শীত ফিরলেও কতদিন স্থায়ী হবে তার কোনও ঠিক নেই বলেই চলে। কারণ, ফের বাংলায় আসতে চলছে নয়া এক পশ্চিমী ঝঞ্ঝা। যার জেরে নতুন করে ফের একবার বাঁধা পাবে উত্তরের হাওয়া। অর্থাৎ মাঘেও মিলবে না শীতের অনুভূতি। দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী রবি ও মঙ্গলবার পরপরদুটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে।
এদিন সকাল থেকেই ঝলমলে আকাশ। আজ সোমবারও আকাশ রোদ ঝলমলে। এদিন কলকাতা ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। পাশাপাশি দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে ঘন কুয়াশার দাপট।
আরও পড়ুন- লুকিয়ে-চুরিয়ে নয়, প্রকাশ্যে নাবালিকার বিয়ে দিচ্ছিলেন পরিবারের সদস্যরা
জানা গিয়েছে, আগামী কয়েকদিন বঙ্গে কমতে পারে রাতের তাপমাত্রা। দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে তিন, চার দিন বৃষ্টি-বাদলের কোনও পূর্বাভাস নেই। অন্যদিকে উত্তরবঙ্গে আগামী দুই দিনে সামান্য কমতে পারে তাপমাত্রা।
প্রসঙ্গত, এর আগে রবিবার ভারতের আবহাওয়া বিভাগ পূর্বাভাস দিয়েছে যে, পশ্চিমী ঝঞ্ঝা ১১ জানুয়ারি থেকে ভারতের পূর্বাঞ্চলে আঘাত হানতে পারে। আর এই আঘাতের ফলে বৃষ্টিপাত শুরু হতে পারে একাধিক রাজ্যে। পাশাপাশি হলুদ এবং কমলা সতর্কতা জারি করেছিল আবহাওয়া দফতর।