কলকাতা: নতুন করে নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে৷ ফলে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ভাসবে কলকাতা-সহ একাধিক জেলা৷ আজ অর্থাৎ বৃহস্পতিবার বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টিতে ভিজতে চলেছে কলকাতা-সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের জেলাগুলি। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে৷
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গে জেলাগুলিতে শুক্র, শনি ও রবিবার বৃষ্টি আরও বাড়তে পারে৷ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে৷ শুক্রবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শনি ও রবিবার গোটা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে।
দার্জিলিং সহ পার্বত্য এলাকায় বৃষ্টি চলবে। বেশ কয়েকটি জেলার বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কোচবিহার মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। শুক্রবার দার্জিলিং জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎসহ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি মালদহ ও উত্তর দিনাজপুর জেলায়।
বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬১ থেকে ৯১ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।