
নিজস্ব সংবাদদাতা, রামনগর: গ্রামবাসীদের পানীয় জলের সমস্যা। এই সমস্য নিয়ে প্রশাসনকে একাধিকবার জানিয়েও কোন সুরহা মেলেনি। তাই সোমবার সকালে তাঁরা পথে নামতে বাধ্য হন৷ দিঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে পিছাবনি বাসস্ট্যাণ্ড সংলগ্ন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল শতাধিক গ্রামবাসীরা।
ব্যাপক যানজট তৈরি হয়৷ আটক পড়ে একাধিক পর্যটকের গাড়ি ও যাত্রীবাহী বাস। ঘটনার খবর পেয়ে ছুঁটে আসে রামনগর থানার পুলিশ। সূত্র মারফত জানা গিয়েছে, রামনগর ২ ব্লকের সটিলাপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর শীতলা গ্রামের ৫০ টি পরিবার পানীয় জলের সমস্যা নিয়ে ভুগছেন। পানীয় জলে সুরহা চেয়ে এলাকার বিডিওকে বিষয়টি জানায় গ্রামবাসীরা।
একাধিকবার জানিয়েও কোন সুরহা মেলেনি। তাই সোমবার হাতে বালতি ও কলসি নিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভের সামিল হয় গ্রামবাসীরা। প্রায় ৩০ মিনিট অবরোধের পর গ্রামবাসীদের বুঝিয়ে তুলে দেয় রামনগর থানার পুলিশ।
স্থানীয় বিজেপি নেতা তথা মণ্ডল সভাপতি সচিদানন্দ দাস বলেন, “দীর্ঘদিন ধরে এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে। একাধিকবার প্রশাসন ও বিডিওকে জানিয়েও কোনো সুরহা পায়নি গ্রামবাসীরা। তাই একজোট হয়ে গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে৷ প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছে৷’’
অবরোধকারী স্থানীয় বাসিন্দা বলেন, ‘‘দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা রয়েছে। টানা ৮ মাস ধরে প্রশাসনকে জানিয়েও কোন সুরহা মেলেনি৷ এলাকার জনপ্রতিনিধিকে জানালে তারা জানান আমাদের কি ভোট দিয়েছো নাকি? আগামী দিনের সমস্যা সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে আমার হুশিয়ারি দেন৷’’
রামনগর থানার এক পুলিশ আধিকারিকের কথায়, ‘‘অবরোধের খবর পেয়ে ঘটনা পৌঁছেছি। গ্রামবাসীদের বুঝিয়ে অবরোধ তুলে দিয়েছি। বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছি৷’’ প্রতিক্রিয়া নেওয়ার জন্য রামনগর ২ ব্লকের বিডিও বীরপ্রতীম বসাককে একাধিকবার ফোন করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি। তাই কোন প্রতিক্রিয়া মেলেনি। পাল্টা স্থানীয় তৃণমূল নেতা থেকে জেলা নেতৃত্বের কোন প্রতিক্রিয়া মেলেনি।