জঙ্গলে এক জোড়া নেকড়ে, খুশি বন দফতর

0
30

তিমিরকান্তি পতি, বাঁকুড়া: অবাক করা কাণ্ড বাঁকুড়ায়। হঠাৎই দেখা মিলল এক জোড়া নেকড়ে (Wolf) বাঘের। উত্তর বনবিভাগের নিরশা মোড় এলাকার পিড়রাবনীর জঙ্গলে দেখা মিলল এক জোড়া নেকড়ের। সম্প্রতি ওই এলাকার জঙ্গলের রাস্তায় বনদপ্তরের ক্যামেরায় নেকড়েদের ছবি ধরা পড়েছে বলে জানা গিয়েছে।

ওই নেকড়ে দুটির মধ্যে একটি পুরুষ ও অন্যটি মহিলা বলে অনেকেই মনে করছেন। প্রসঙ্গত, গত কয়েক বছরে বাঁকুড়ার জঙ্গলে বন্যপ্রাণের সংখ্যা ক্রমশ বাড়ছে। তৃণভোজী প্রাণীদের প্রায়শই দেখা মেলে। এবার হঠাৎই মাংসাশী নেকড়েরও দেখা মিললো লাল মাটির এই জেলায়। বাঁকুড়ার জঙ্গলে নেকড়ের দেখা পাওয়ায় খুশী বন দফতরও, একই সঙ্গে যথেষ্ট সতর্কও তাঁরা।

- Advertisement -

রাজ্য বন দফতরের মুখ্য বনপাল এস. কুনালডাইভাল খবরের সত্যতা স্বীকার করে বলেন, “বনদফতরের ক্যামেরায় নেকড়ের (Wolf) ছবি ধরা পড়েছে। এই সংখ্যাটা ক্রমাগত বাড়ছে। এই ধরণের বণ্যপ্রাণের সংখ্যা আরও বাড়বে যদি জঙ্গলে আগুন লাগানো বন্ধ করা যায়। তবে সব ধরণের বণ্যপ্রাণ রক্ষায় বনদফতর সদা সচেষ্ট।”