সুরজিৎ চক্রবর্ত্তী ,খানাকুল ঃ মৃত তৃণমূলকর্মীর স্ত্রীকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে ।ঘটনার কথা অস্বীকার করে তৃণমুলের বিরুদ্ধে পাল্টা মারধরের অভিযোগে সরব বিজেপি কর্মীরা ।যা নিয়ে রাজনৈতিক উত্তেজনা ছড়ায় হুগলির খানাকুল থানার রামচন্দ্রপুরে।
জানা গেছে, মৃত তৃণমূল কর্মীর স্ত্রী আরতী দিগেরকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি কর্মীদের বিরুদ্ধে। মৃত তৃণমূল কর্মী মনোরঞ্জন দিগেরের স্ত্রী আহত আরতী দিগের বতর্মানে হাসপাতালে চিকিৎসাধীন।যদিও ঘটনার কথা অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।
অপরদিকে এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।অভিযোগ, সোমবার রাতে বিজেপি কর্মী গৌরী দিগের তার মেয়েকে টিউশন থেকে আনতে গিয়েছিলেন। সেই সময় তৃণমূল আশ্রিত তিন-চার জন দুষ্কৃতী গৌরী দিগেরকে বাঁশ,লাঠি দিয়ে বেধড়ক মারধর করে।এরপর পরিবারের সদস্যরা গৌরী দিগেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে।
এই বিষয়ে আহত বিজেপি কর্মী গৌরী দিগের অভিযোগের আঙুল তুলেছেন স্থানীয় তৃণমূলের দিকে।অন্যদিকে খানাকুলের তৃণমূল নেতা নুরনবী মন্ডল বলেন এটা বিজেপিরই গোষ্ঠীদ্বন্দের ফল।মিথ্যে ভাবে তৃণমূলকে ফাঁসানো হচ্ছে।
নির্বাচন পর্ব মিটে গেছে এক মাস হয়ে গেল। কিন্তু পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসার চিত্রটার যে এখনও পরিবর্তন হয়নি এই ঘটনা তার প্রমাণ।