দক্ষিণ দিনাজপুর: ফের নাবালিকা ধর্ষণের অভিযোগ। প্রমাণ লোপাটের জন্য ধর্ষণের পর খুনেরও চেষ্টা। অভিযুক্ত তৃণমূল (TMC) নেতার ছেলে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বংশীহারীতে। পুলিশ অভিযুক্ত যুবককে প্রথমে আটক করলেও পরে গ্রেফতার করে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বুধবার গভীর রাতে নাবালিকার ঘরে ঢুকে পড়ে ধৃত যুবক। তখনই নাবালিকাকে ধর্ষণ করে সে। এমনকি প্রমাণ লোপাট করার জন্য দড়ি দিয়ে গলায় পেঁচিয়ে খুন করারও চেষ্টা করে অভিযুক্ত। সেই সময় পাশের ঘরেই ঘুমাচ্ছিল নাবালিকার মা-বাবা। আচমকা মেয়ের চিৎকার শুনে ছুটে আসে পরিবারের লোকজনেরা। অবস্থা বেগতিক বুঝে ছুটে পালিয়ে যায় ধৃত যুবক।
এই ঘটনার পরই গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে নাবালিকা। পরিবারের লোকজন এবং প্রতিবেশীদের সহায়তায় নাবালিকাকে নিয়ে যাওয়া হয় গঙ্গারামপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন ওই নাবালিকা। নির্যাতিতার মা বলেন, “পাশের ঘরে ঘুমোচ্ছিলাম। মেয়ের চিৎকার শুনে দৌড়ে আসি। যেই এসেছি ছুটে অমনি আমাদের ধাক্কা দিয়ে পালিয়ে গেল সে।”
এই ঘটনা জানার পর ঘটনাস্থলে যায় তপনের বিজেপি (BJP) বিধায়ক বুধরাই টুডর সহ প্রতিনিধি দল। বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরীর দাবি, তৃণমূল কর্মী সমর্থকদের এই ঘটনা নতুন কিছু নয়। পাল্টা উত্তরে তৃণমূলের জেলা সহ-সভাপতি সুভাষ চাকি বলেন, “যেই এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকুক আইন আইনের পথে হাঁটবে। অভিযুক্তর পরিবার তৃণমূল (TMC) কর্মী সমর্থক হতেই পারে, কিন্তু ঘটনার সত্যতা প্রমাণ হলে শাস্তি সে পাবে।” অন্যদিকে, জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল বলেন, “একজনকে গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।”