প্রশান্ত বর্মন, খড়িবাড়িঃ চারদিন ধরে নিখোঁজ তৃণমূল কংগ্রেস পরিচালিত খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সদস্য সুষনা মার্ডি। যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। শনিবার খড়িবাড়ির জল ট্যাঙ্কের সংলগ্ন ধাকরু মোড়ে সুষনার খোঁজে ৩২৭ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে নামে স্থানীয়রা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, পাঁচ বছর আগে শিলিগুড়ি NJP এলাকার বাসিন্দা গোপাল হাজদার সঙ্গে কোর্টে রেজিস্ট্রি হয় এবং দুজনে সহবাস করতেন। পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে, বিভিন্ন জায়গায় সুষনাকে মারধর করত তাঁর স্বামী গোপাল। ২৫ জুন থেকে সুষনাকে না খুঁজে না পাওয়ায় তাঁর স্বামীর সঙ্গে যোগাযোগ করলে গুরুত্ব দেয়নি। এরপর পরিবারের সদস্যরা নিউ জলপাইগুড়ি থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন।
এরপরে খড়িবাড়ি থানায় অপহরণের অভিযোগ দেয় পরিবারের লোকজনেরা। যদিও ঘটনায় এখনও পর্যন্ত সুষনার কোনও খোঁজ নেই । পরিবারের দাবি সুষনাকে খুন করে মৃতদেহ লুকিয়ে রেখেছে তাঁর স্বামী। গোটা ঘটনার এদিন পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা । খড়িবাড়ি পুলিশসূত্রে জানা গিয়েছে, নিউ জলপাইগুড়ি থানার পুলিশ আটক করেছে সুষনার স্বামী গোপাল হাজদাকে। আটকের পর পথ অবরোধ তুলে নেয় স্থানীয়রা।