গোপাল শীল, পাথরপ্রতিমা: মদ বিক্রির বিরোধিতা তৃণমূল নেতার৷ যদিও দোকানটি লাইসেন্স বলে জানা গিয়েছে৷ মদ আটকে ক্ষোভ প্রকাশ শাসকদলের (TMC) ওই নেতার৷ এমনটাই অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে৷ ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের রামগংগা এলাকায়৷
সুন্দরবনের নদী বহুল প্রত্যন্ত এলাকার সুরা প্রেমীদের দুঃসংবাদ৷ সুরা বা মদ থেকে বঞ্চিত হতে চলেছে বেশ কিছু মদ্যপ ব্যক্তি। একটাই কারণ শাসকদলের নেতার বাধার কারণে মদ সাপ্লাই বন্ধ করতে হচ্ছে সরকার নির্ধারিত মদের দোকানের। এমনটাই অভিযোগ উঠেছে৷
অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মদের দোকানে লাইসেন্স দিয়েছে৷ সেখান থেকে মদ পাইকারি দেওয়া হচ্ছে৷ সেখানেই বাধা দিচ্ছে শাসকদলের নেতা৷ এমনকি মদ আটক পর্যন্ত করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত অঞ্চল সভাপতির নাম নন্দ গোপাল দাস।
তবে নন্দগোপাল দাসের অভিযোগ, মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) যে মদের (Liquor) লাইসেন্স দিয়েছে সেখানে কোথাও বলা নেই মদ পাইকারি করা যাবে৷ কিন্তু রামগংগা গ্রাম পঞ্চায়েত অফিসের ঢিল ছড়া দূরত্বে শ্রীরাম রেস্টুরেন্ট এফ এল বার গড়ে উঠেছে৷ সেখান থেকে প্রতিদিন জিপ্লট, বনশ্যামনগর, শ্রীধর নগর সহ বিভিন্ন জায়গায় পেটি পেটি মদ সাপ্লাই করা হচ্ছে।
সরকারি অনুমতি থাকলেই তিনি পাইকারি ব্যবসা করুক কোন আপত্তি নেই বলে দাবি করেন তৃণমূল নেতা নন্দ গোপাল দাস৷ তবে এই বিষয়ে পাথর প্রতিমার বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার সহসভাপতি সুনির্মল দাস বলেন, ‘‘এটা নাটক মাত্র৷ তৃণমূল ওই মদের দোকানের মালিকের থেকে নিশ্চয়ই কোন টাকা চেয়েছিল৷ সেই টাকা না পেয়ে প্রতিবাদ করছে৷ তবে শুভ বুদ্ধি হলেই ভালো।’’