পরিতোষ সরকার, মালদহ: অস্ত্র পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল বিজেপির পঞ্চায়েত প্রধান৷ ঘটনায় তাকে সহ ছয় জনকে গ্রেফতার করে পুলিশ৷ ধৃতদের মধ্যে একজন যুব তৃণমূল নেতা রয়েছে বলে জানা গিয়েছে৷ সঙ্গে উদ্ধার করে আগ্নেয়াস্ত্রগুলি। ঘটনাস্থল মালদহের মানিকচকের হরিপুর এলাকা৷
আগ্নেয়াস্ত্র কেনাবেচা নিয়ে চলছিল আলোচনা। সেখানেই গোপনসূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ বাহিনী। বিজেপি প্রধান সহ ছয় জনকে গ্রেফতার করে। ধৃতদের মধ্যে একজন যুব তৃণমূল নেতাও আছে। ধৃতদের শনিবার মালদহ জেলা আদালতে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে মানিকচকের হরিপুর এলাকায় অভিযান চালিয়ে ধৃতদের গ্রেফতার করে। ধৃতরা হলেন দেবাশীষ মন্ডল। বিজেপি পরিচালিত নাজিরপুর গ্রাম পঞ্চায়ের প্রধান। অপরজন ধৃত শ্রবণ মণ্ডল। মানিকচক ব্লক যুব তৃণমূলের নেতা।
পাশাপাশি গ্রেফতার হয়েছে আরও চার জন। তারা হলেন সঞ্জীব মণ্ডল, অনন্ত মণ্ডল, জয়ন্ত মণ্ডল ও সুমিত মণ্ডল। পুলিশ উদ্ধার করেছে একটি সাত এম এম পিস্তল, আট রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন ও ১২ হাজার টাকা। আগ্নেয়াস্ত্র পাচারের উদ্দেশ্যেই ধৃতদের আলোচনা চলছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে৷
বিজেপির প্রধান ও যুব তৃণমূল নেতার উপস্থিতিতেই কেনাবেচা করা হত। সূত্র মারফত খবর পেয়ে মানিকচক থানার বিশাল পুলিশবাহিনী অভিযান চালিয়ে সাফল্য পায়। ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মালদহ জেলা আদালতে ধৃতদের পাঠিয়েছে পুলিশ।