
কলকাতা : ফের বাতিল একগুচ্ছ ট্রেন (Train Cancel)। হাওড়া বর্ধমান ডিভিশনের পর একই পথে শিয়ালদহ মেইন শাখা (Sealdah Main Line)। প্রায় ২৩ ঘণ্টা ধরে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন।
আরও পড়ুন :Forest Fire : গরম পড়তেই বাড়ছে জঙ্গলে আগুন লাগার ঘটনা, বারংবার দাবানলে আতঙ্কিত বন্যপ্রাণরা
ট্রেন যাত্রায় দুর্ভোগ যেন কিছুতেই কাটছে না। একের পর এক ট্রেন বাতিল। কখনও হাওড়া শাখা তো কখনও শিয়ালদহ মেইন শাখা। বাতিলের দিন ও তালিকা ক্রমশই লম্বা হচ্ছে। আরও একবার দুর্ভোগের সম্মুখীন হতে চলেছেন শিয়ালদহ মেইন শাখার যাত্রীরা। রবিবার বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন। প্রায় ২৩ ঘণ্টা ধরে এই বাতিল কর্মসূচি অনুষ্ঠিত হবে। জানা গিয়েছে নৈহাটি স্টেশনে রেলসেতু রক্ষণাবেক্ষণের কাজ চলার জন্য শিয়ালদহের শিয়ালদহ মেন শাখায় শনিবার রাত ১০টা থেকে রবিবার রাত ৯টা পর্যন্ত বাতিল থাকবে একাধিক ট্রেন। শনিবার বাতিল থাকবে ৩ জোড়া লোকাল ট্রেন। শিয়ালদহ-নৈহাটি, শিয়ালদহ-রানাঘাট এবং শিয়ালদহ-শান্তিপুর সেকশনে এক জোড়া করে ট্রেন বাতিল থাকবে।
আরও পড়ুন :DA Agitation: আপাতত স্থগিত, বার্গার, প্যাটিসে কামড় দিয়ে পরবর্তী অনশন, জানালেন আন্দোলনকারীরা
আরও পড়ুন :Corona Hike: ৫ মাস পর ১৫০০ র গণ্ডি ছাড়াল করোনা, অ্যাডিনোর মাঝে উদ্বেগ বাড়াচ্ছে Covid-19
রবিবার শিয়ালদহ এবং নৈহাটির মধ্যে ৫ জোড়া ট্রেন বাতিল (Train Cancel) থাকবে। শিয়ালদহ এবং রানাঘাটের মধ্যে ৩ জোড়া ট্রেন বাতিল থাকবে। ৪ জোড়া ট্রেন বাতিল থাকবে শিয়ালদহ এবং কল্যাণী সীমান্ত স্টেশনের মধ্যে। ২ জোড়া লোকাল ট্রেন বাতিল থাকবে শিয়ালদহ এবং ব্যারাকপুরের মধ্যে। এক জোড়া করে লোকাল ট্রেন বাতিল থাকবে শিয়ালদহ-শান্তিপুর, শিয়ালদহ-কৃষ্ণনগর, শিয়ালদহ-গেদে এবং দমদম-ব্যারাকপুরের মধ্যে। এ ছাড়াও ওই দিন অন্তত ৩ জোড়া লোকাল ট্রেনের যাত্রাপথ ব্যারাকপুর পর্যন্ত সংক্ষিপ্ত করা হয়েছে। প্রসঙ্গত রবিবার একেই ট্রেনের সংখ্যা কম। তার উপর একের পর এক ট্রেন বাতিলের ঘটনায় সাধারণ মানুষকে ট্রেন পথে গন্তব্যে পৌঁছতে ব্যাপক হয়রানির শিকার হতে হবে।