বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথদুর্ঘটনা, মৃত্যু ১ শিশু সহ ২

0
88

খাস ডেস্ক: মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। এক শিশুসহ দুইজনের মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। শিশুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার লাড়ুখোয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে।  আহত অবস্থায় দুই শিশু সহ গুরুতর জখম মোট চারজনকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা এক শিশু সহ দুইজনকে মৃত বলে ঘোষনা করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় বিহারের বিশানি এলাকার বাসিন্দা মহম্মদ বিলাল পরিবার সহ লাড়ুখোয়া বাজার থেকে বিহারের বিশানি এলাকার বাড়ি ফিরছিলেন। জানা গিয়েছে বাড়ি ফেরার সময় সম্ভবত কোনও গাড়ির ধাক্কায় মহম্মদ বিলাল তাঁর দুই শিশু সহ জখম হয়।  অন্য দিকে এই ঘটনায় চাকুলিয়া থানার ভারনা এলাকার বাসিন্দা মোটর বাইক চালক মনোজ দাস গুরুতর জখম  হন।

- Advertisement -

আরও পড়ুন: রাজ্যের DA মামলার রায়দানের তারিখ নিয়ে শীর্ষ আদালত দিল বড় তথ্য

জখমদের ইসলামপুর মহকুমা হাসপাতালে আনা হয়। ঘটনায় মোটর বাইক চালক মনোজ দাস (৩২) এবং সাহাজাদ (৯) মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। মহম্মদ বিলাল ও তাঁর আরও এক শিশু জখম অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে ঠিক কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে সেবিষয়ে কেউই সঠিক কিছু জানাতে পারেনি। কিভাবে দুর্ঘটনা ঘটল, গাড়ির গতিবেগ কত ছিল সেই নিয়ে ঘটনার দন্ত শুরু করেছে পুলিশ।