ব্যাপক জলোচ্ছ্বাসে উত্তাল দিঘা, সমুদ্র সৈকতে ভিড় বাড়ছে পর্যটকদের

0
133

নিজস্ব সংবাদদাতা, দিঘা: অমাবস্যার প্রভাবে সমুদ্র সৈকত দিঘায় ইতিমধ্যে ব্যাপক জলোচ্ছ্বাস শুরু হয়েছে। গার্ডওয়াল টপকে মঙ্গলবার দুপুর থেকে সমুদ্রের জল স্থলভাগে প্রবেশ করতে শুরু করেছে।

প্রতিবছর অমাবস্যার দিনে দিঘা সহ আশেপাশের সৈকত এলাকায় ব্যাপক জলোচ্ছ্বাস দেখা যায়। সেইমতো মঙ্গলবার দুপুর থেকে দিঘা সমুদ্র সৈকত চত্বরে ব্যাপক জলোচ্ছ্বাস শুরু হয়েছে। দীর্ঘ করোনা আবহ কাটিয়ে দিঘায় ইতিমধ্যে পর্যটকের আগমন শুরু হয়েছে।

- Advertisement -

তার মধ্যে মঙ্গলবার অমাবস্যাকে কেন্দ্র করে দেখায় জলোচ্ছ্বাস যেন পর্যটকদের কাছে এক উপরি পাওনা। এদিন জলোচ্ছ্বাস শুরু হওয়ার পর থেকেই পর্যটকরা পাড়ে এসে জলোচ্ছ্বাস উপভোগ করতে শুরু করেন। তবে জলোচ্ছ্বাসের মধ্যে পুলিশ প্রশাসনের তরফ থেকে কাউকে সমুদ্রে স্নানের জন্য নামতে দেওয়া হয়নি।

পর্যটকদের কেউ যাতে সমুদ্রে না নামতে পারেন সেজন্য কড়া নজরদারি চলছে সমুদ্র সৈকত চত্বরে। অন্যান্য বছর অমাবস্যার দিন দিঘা পর্যটকে পরিপূর্ণ থাকত। তবে এই বছর করোনা আবহের জন্য সেই পরিমাণ পর্যটক না থাকলেও গত কয়েকদিনে যে সমস্ত পর্যটক এসেছেন তাদের কাছে এই জলোচ্ছ্বাস উপরে পাওনা।