কলকাতা: বুধের পর বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি৷ এদিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় দিনভর বৃষ্টিপাত হতে পারে৷ উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে ভারী ও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ শুক্রবার দিনভর তিলোত্তমায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ সেই সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে৷ শনিবার থেকে হাওয়া বদলের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস৷
বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে। ভিজবে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূমে। কলকাতা সহ অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে কমবে বৃষ্টিপাত, আশ্বাস আলিপুর আবহাওয়া দফতরের।
অন্যদিকে, বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে কালিম্পংয়ে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে। শনিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং,জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে। রবিবার ভারী বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার এবং কোচবিহারে।
বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি৷ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গত ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি সেলসিয়াস কম৷ এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৮০ শতাংশ।