খাস ডেস্ক, কলকাতা: নিম্নচাপের জেরে শনিবার সকাল দেখা দিয়েছে বৃষ্টি৷ এদিন দক্ষিণবঙ্গের জেলগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে৷ সেই সঙ্গে উত্তরবঙ্গে দুর্যোগের পূর্বাভাস৷ কলকাতাসহ রাজ্যের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আালিপুর আবহাওয়া দফতর৷
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে৷ কলকাতা থেকে শুরু করে সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে৷ আগামী সাত দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই দুর্যোগের পূর্বাভাস৷ আগামী রবিবার থেকে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টিপাত৷
অন্যদিকে, শনি থেকে সোমবার বৃষ্টি বাড়তে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। শনিবার দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলাতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। রবিবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। সোমবার থেকে উত্তরবঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা।
নিম্নচাপের জেরে উত্তাল থাকবে সমুদ্র। বঙ্গোপসাগরের বড় অংশে কখনও ৪০, কখনও ৫০, কখনও আবার ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া৷ সবথেকে বেশি উত্তাল থাকবে মধ্য বঙ্গোপসাগর। সেই কারণেই আগামী ২৪ ঘণ্টায় মৎসজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷
শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৭৩ শতাংশ। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস কম৷