কলকাতা: মেঘে ঢেকে যাচ্ছে আকাশ৷ হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি৷ বৃষ্টি কমতে না কমতেই দেখা দিচ্ছে কড়া রোদ৷ তবে এই রকম ওয়েদারের থেকে রেহাই পেতে চলেছে দক্ষিণবঙ্গবাসী৷ কমবে বৃষ্টি৷ বাড়বে গরম৷ এমনটাই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর৷ তবে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে উত্তরবঙ্গের একাধিক জেলায়৷
হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কমবে দক্ষিণবঙ্গে৷ সঙ্গে বাড়বে গরম এবং আর্দ্রতা জনিত অস্বস্তি৷ আপাতত ২৫ জুলাই পর্যন্ত বৃষ্টি বাড়ার সম্ভাবনা নেই৷ অর্থাৎ আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷ তবে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে শহর কলকাতাতেও৷
অন্যদিকে উত্তরবঙ্গে সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়৷ পাশাপাশি উত্তরবঙ্গের চার জেলায় থাকছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতাও৷ আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী তথা প্রবল বৃষ্টির আশঙ্কা থাকছে কঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র এবং কর্ণাটকে৷
সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৮ ডিগ্রি বেশি। আর দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি বেশি৷ রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি কম। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.০৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি বেশি।