কলকাতা: নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে গত কয়েকদিনে বৃষ্টি ভাসিয়েছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গকে৷ আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকে আগামী কয়েকদিন বাংলায় আরও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর৷ সপ্তাহান্তে ফের বৃষ্টি হবে বাংলায়। তবে এই মুহুর্তে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার মূলত আংশিক মেঘলা আকাশ। কোথাও পরিষ্কার আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ কয়েক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনি ও রবিবার ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় সামান্য বৃষ্টি হবে।
শুক্র ও শনিবার পশ্চিমবঙ্গ ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ, দুই দিনাজপুর জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে ধীরে ধীরে বৃষ্টি কমবে।
বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস কম। পাশপাশি, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৩ থেকে ৯৮ শতাংশ।