কলকাতা: নিম্নচাপের জেরে সপ্তাহান্তে ভারী বৃষ্টির পূর্বাভাস৷ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবল বৃষ্টিতে কার্যত ভেসে গিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একটা বিস্তীর্ণ অংশ। শুক্রবার সকাল থেকেও রোদের দেখা নেই। শুরু হয়েছে বৃষ্টি৷ শনি ও রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পূর্বাভাস হাওয়া অফিসের।
আলিপুর হাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা। তবে ভারী বৃষ্টি হবে দার্জিলিং জেলায়। এর পাশাপাশি এদিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা যেমন কলকাতা, দুই ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, ঝাড়্গ্রাম ও পুরুলিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। তবে ভারী বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগণা জেলায়।
শনিবার থেকে বাড়তে পারে বৃষ্টি। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায়। আজ শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি জলপাইগুড়ি, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিংয়ে। অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। রবিবার ভারী বৃষ্টিপাত হতে পারে হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলাতে।
শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। এ দিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি।
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ এবং সর্বনিম্ন ৮১ শতাংশ। শুক্রবার দিনভর মেঘলা থাকতে পারে কলকাতার আকাশ। শনিবার থেকে বাড়তে পারে বৃষ্টিপাত, অনুমান আলিপুর আবহাওয়া দফতরের। বৃষ্টিপাতের জন্য তাপমাত্রা কমলেও আপেক্ষিক আর্দ্রতার আধিক্য থাকতে পারে।