কলকাতা: আগামী সপ্তাহ পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস৷ ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জোড়া চাপে আগামী কয়েক দিন বাংলায় দুর্যোগের আভাস রয়েছে৷ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ এমনটাই জানা গিয়েছে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে৷ মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, আজ অর্থাৎ শনিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় প্রচণ্ড বৃষ্টির সতর্কতা জারি করেছে। দক্ষিণের সব জেলাতেই বজ্রবিদুৎ-সহ বৃষ্টিপাত হবে। তা মঙ্গলবার পর্যন্ত চলবে বলে খবর। গাঙ্গেয় জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার হাওড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ায় অতিরিক্ত বৃষ্টি হতে পারে।। কলকাতাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া-সহ পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদুৎ-সহ বৃষ্টি হতে পারে। রবি, সোম, মঙ্গল এই তিনদিন সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হবে। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে পার্বত্য ও সংলগ্ন জেলাগুলিতে। মালদহ-সহ নিচের তিন জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি এবং বৃষ্টির পরিমাণ বাড়বে মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.১ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮২ থেকে ৯২ শতাংশ।