কলকাতা: সকাল থেকেই রৌদ্রোজ্জ্বল আকাশ৷ এরই মধ্যে দু-এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি৷ সপ্তাহান্তে বজ্র-বিদ্যুৎসহ ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা৷ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে কয়েক জেলায়। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷
হাওয়া অফিস সূত্রে খবর, ১৫ অগস্ট অর্থাৎ বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলী, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়৷ সেই সঙ্গে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর৷ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে অতিভারী বৃষ্টির সতর্কতা শুক্রবার ও শনিবার। উপকূল ও পশ্চিমের বেশ কয়েকটি জেলাতে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে।
বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন বজ্রবিদ্যুৎ সহ বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। বাকি জেলা যেমন দার্জিলিং, দুই দিনাজপুর এবং মালদহে ব্যাপক বৃষ্টি হবে। জারি করা হয়েছে হলুদ সতর্কতাও।
দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে অতিভারী বৃষ্টির সতর্কতা শুক্রবার ও শনিবার। উপকূল ও পশ্চিমের বেশ কয়েকটি জেলাতে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৩ থেকে ৯৪ শতাংশ।