কলকাতা: ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী৷ বৃষ্টির পূর্বাভাস থাকলেও সেভাবে দেখা নেই৷ বেলা বাড়তে বৃষ্টি হলেও কমছে না গরম৷ তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ অর্থাৎ বুধবার হতে পারে বৃষ্টি৷ সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে কিছু জেলায়৷
হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে ভারী বৃষ্টি হতে পারে হুগলি, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায়। বৃহস্পতিবার স্বাধীনতা দিবসে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের ছয় জেলাতে। হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়াতে হতে পারে ভারী বৃষ্টি।
এছাড়া বাকি জেলাগুলিতেও এদিন দিনের বিভিন্ন সময়ে হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। এরপর শুক্রবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। সেই দিন দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেক্ষেত্রে ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এছাড়া অন্যান্য জেলাতেও কমবে বৃষ্টি।
পাশাপাশি আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ চলবে ‘ওয়াইড স্প্রেইড রেইন’। বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই দিনাজপুর এবং মালদহতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি কম। আর দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৩ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮১ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।