কলকাতা: সোমবার ছিল প্যাচপ্যাচে গরম৷ মঙ্গলবার সকালেও বজায় ছিল গরম৷ কিন্তু বেলা বাড়তেই শুরু হয়েছে বৃষ্টি৷ এদিন প্রায় সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ বুধ-বৃহস্পতিবার বাড়বে বৃষ্টির পরিমাণ৷
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে। এরপর বুধবার বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের মতো জেলাগুলিতে।
বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও নদিয়ার কোনও কোনও অংশে। শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে। যদিও শনিবার ও রবিবার অবশ্য দক্ষিণবঙ্গের কোনও জেলায় এখনই ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়নি।
অন্যদিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও। সেক্ষেত্রে মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলার কিছু কিছু জায়গায়। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, ও মালদহে।
এদিন উত্তরবঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। এরপর বুধবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি ও কোচবিহারে। তবে বৃহস্পতি ও শুক্রবার অবশ্য আপাতত উত্তরবঙ্গের কোনো জেলায় বজ্যবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই।
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৭ থেকে ৯১ শতাংশ। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৩ ডিগ্রি সেলসিয়াস কম।