কলকাতা: ফের সপ্তাহের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস৷ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর৷ বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা৷ বৃষ্টি জারি থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও৷ সপ্তাহের মাঝামাঝি সময়ে কয়েকটি জেলায় হতে পারে ভারী বৃষ্টিও৷
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, তুলনামূলক বেশি বৃষ্টি হবে উত্তরবঙ্গে৷ পাশাপাশি দক্ষিণের কিছু জেলায় হতে পারে মাঝারি বা তার থেকে সামান্য বেশি বৃষ্টিপাত৷ সোমবার আংশিক মেঘলা আকাশ থাকতে পারে দক্ষিণবঙ্গে। পাশাপাশি দক্ষিণের প্রায় সব জেলার অনেকটা অংশ জুড়েই হতে পারে বৃষ্টি। তার মধ্যে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।
বাকি জেলাগুলিতেও কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার রাজ্যের সব জেলাতেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর ও নদিয়া জেলায়। এরপর বুধবারও দক্ষিণবঙ্গের সব জেলাতে হতে পারে বৃষ্টি। তার মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা হুগলি, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।
আপাতত দার্জিলিং-সহ উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টি কিছুটা কমবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি বাড়বে বৃহস্পতিবার। মালদহ ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, সোমবার থেকে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায়। তার মধ্যে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। বাকি জেলাগুলিতে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত।
সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৩ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮১ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।