কলকাতা: সোমবার কলকাতাসহ একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে৷ কিন্তু এখনই রেহাই নেই ভারী থেকে অতিভারী বৃষ্টির৷ এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ মঙ্গলবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে। পাশাপাশি এদিন দক্ষিণবঙ্গেও ফের বাড়তে পারে বৃষ্টি৷
হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার ফের ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমের জেলাগুলিতে। এদিন ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। পাশাপাশি বাকি জেলাগুলিতে হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত।
সেই সঙ্গে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়া এই ছয় জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আগামী এক থেকে দুই দিনের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ ও পুরুলিয়ায় কিছু অংশে।
এছাড়া দক্ষিণের অন্যান্য জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আগামী এক থেকে দুদিনবৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। দক্ষিণের জেলাগুলিতে আপাতত বহাল থাকছে ঝড় বৃষ্টি। তবে টানা ঝড় বৃষ্টি না হলেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে দক্ষিণের একাধিক জায়গায়।
এদিকে উত্তরবঙ্গে জারি করা হয়েছে কমলা সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে মালদহ ও দুই দিনাজপুরেও। এরপর বুধবারও ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার এবং কোচবিহারে। ৯ অগাস্ট পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।
মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি সেলসিয়াস কম। পাশাপাশি দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি।