কলকাতা: বিরাম নেই বৃষ্টির৷ বুধের পর বৃহস্পতিবারেও দিনভর চলল মুষলধারে বৃষ্টি৷ শুক্রেও দিনভর দুর্যোগের সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়৷ দিন এবং রাতের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের নীচে৷ তবে শনিবার থেকে কিছুটা পরিস্থিতি স্বাভাবিক হবে৷
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগস্ট, সেপ্টেম্বরে রাজ্যের বেশিরভাগ জেলাতে স্বাভাবিক বা তার থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শুধুমাত্র উত্তর-পূর্ব ভারত লাগোয়া রাজ্যের জেলাগুলিতে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টি হতে। এদিকে উত্তরবঙ্গে স্বাভাবিকের থেকে ৪৬ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে৷
শুক্রবার ভারী বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূমে৷ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়৷ দক্ষিণবঙ্গে একাধিক জেলায় দৃশ্যমানতা কমতে পারে। কমতে পারে বৃষ্টিপাত। তবে আগস্ট মাসজুড়ে দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে।
শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.২ ডিগ্রি সেলসিয়াস কম এবং এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস কম।
শুক্রবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পঙে৷ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। রবিবার আলিপুরদুয়ার এবং কালিম্পঙে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার জেলায়। এছাড়াও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহারে।
বর্তমানে ঘূর্ণাবর্ত পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশের উপর অবস্থান করছে। পাশাপাশি একটি অক্ষরেখা বাংলাদেশ থেকে উত্তর-পূর্ব বিহার পর্যন্ত বিস্তৃত। মৌসুমী অক্ষরেখা আবার বাঁকুড়া এবং ক্যানিংয়ের উপর দিয়ে গিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তারপরই প্রভাবে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সিংহভাগ জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের৷