প্রতিতী ঘোষ, ব্যারাকপুর: বেসরকারি সংস্থার ডেলিভারি বয়কে পার্কিং নিয়ে বচসার জেরে মারধরের অভিযোগ উঠল৷ অভিযোগের তীর স্থানীয় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে ব্যারাকপুর লালকুঠি এলাকায়।
দীর্ঘদিন ধরেই বেসরকারি এক বিপণনী সংস্থার অফিস রয়েছে ব্যারাকপুর লালকুটি মোড় সংলঘ্ন এলাকায়। ওই সংস্থার সঙ্গে যুক্ত ডেলিভারি কর্মীরা রোজই অফিসের সামনে বাইক দাঁড় করিয়ে অর্ডারের সামগ্রী নিয়ে অন্যত্র চলে যান। কিন্তু শনিবার ঘটে বিপত্তি।
এদিন ওই সংস্থার ডেলিভারি এক কর্মীকে বাইক পার্কিং নিয়ে বচসার জেরে মারধর করেন ব্যারাকপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও তাঁর দলবল। যার জেরে দীর্ঘক্ষণ অন্যান্য ডেলিভারি কর্মীরাও একত্রিত হয়ে ঘোষপাড়া রোডের উপরে দাঁড়িয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন৷
ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হয় টিটাগর থানার পুলিশ। যদিও মারধরের ঘটনা অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর৷ বলেন, ‘‘দীর্ঘদিন ধরেই ওরা রাস্তা দখল করে নিজেদের কাজ করে। আমি দীর্ঘদিন ওদের রাস্তা খালি করে রাখতে বলেছি। আজ সামান্য বচসা হয়েছে কিন্তু মারামারির কোন ঘটনা ঘটেনি।’’