বাঁকুড়া: ফের শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। পেট্রোপণ্য, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল করে তৃণমূল। এর পাল্টা মিছিল করে শাসক দলের অপর গোষ্ঠী।
আরও পড়ুন: ভিন রাজ্যে অস্বস্তিতে কুনাল, আদালতে চার্জশিট পেশ করল পুলিশ
গত শুক্রবার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি, বিধায়ক অলোক মুখোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডীর উপস্থিতিতে একটি মিছিল করা হয়। ওইদিনের মিছিলে অনুপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি, ওন্দার প্রাক্তন বিধায়ক অরুপ খাঁ। এ নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। কিন্তু শনিবার তাঁরাই ওন্দায় তৃণমূলের ব্যানারে ওই মিছিলের পাল্টা মিছিল করে টেক্কা দেন অরূপ খাঁ। এরপরই মাথাচাড়া দিয়ে ওঠে গোষ্ঠীকোন্দলের বিষয়টি।
আরও পড়ুন: অবশেষে সাফল্য, রাশিয়ার বাহিনীকে পরাস্ত করেছে ইউক্রেন
এ নিয়ে ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা শাসক দলকে কটাক্ষ করে বলেন, ‘শাসক দলের ক্ষমতাসীন গোষ্ঠীর টিম এ ক্ষমতা প্রদর্শনের পর ওই দলের বি টিম নিজেদের ক্ষমতা দেখাতে পথে নামে। আসলে তৃণমূল কোনও রাজনৈতিক দল নয়, ২৪ প্রহরের দল।’ পাশাপাশি, তৃণমূল নেতাদের ‘দিদি’কে বলে পেট্রলের দাম কমানোর পরামর্শ দেন তিনি।