বকেয়া বেতনের দাবিকে কাজ বন্ধ রেখে রেঞ্জ অফিসে বিক্ষোভ শ্রমিকদের

0
42

তিমিরকান্তি পতি, বাঁকুড়া: মাসের পর মাস পায়নি বেতন (salary)৷ তাই দীর্ঘদিনের বকেয়া বেতন না পেয়ে কাজ বন্ধ রেখে বাঁকুড়ার সোনামুখী রেঞ্জ অফিসের তালা বন্ধ করে বিক্ষোভ দেখালেন শ্রমিকরা। এমনকি দায়িত্বপ্রাপ্ত রেঞ্জ অফিসারের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন বিক্ষুব্ধ শ্রমিকরা, এমন ছবিও ধরা পড়ল উপস্থিত সংবাদমাধ্যমের কর্মীদের ক্যামেরায়।

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020/

- Advertisement -

বিক্ষোভকারী শ্রমিকদের তরফে বলা হয়েছে, তাঁরা দীর্ঘ দিন বনদফতরের সোনামুখীর রেঞ্জের অধীনে থাকা ডিপোতে শ্রমিকের কাজ করছেন। কিন্তু গত কয়েক মাস তারা কোন বেতন পাননি। এই অবস্থায় বেতনের দাবিতে কাজ বন্ধ রেখে তাঁরা বিক্ষোভ দেখিয়েছেন বলে জানান।

আরও পড়ুন: বিছানায় পড়ে ফল ব্যবসায়ীর নিথর দেহ, ছেলের চিৎকার শুনে ছুটে এলেন প্রতিবেশীরা

এই প্রসঙ্গে সোনামুখীর রেঞ্জ অফিসার অমিতেশ সৎপতি জানান, মাসিক বেতন হিসেবে নয়, ডিপোতে কাঠ সাজানোর কাজ করে ও সরকারিহারে প্রত্যেকেই বেতন পায়। আর সেই বেতন নির্দিষ্ট পদ্ধতি মেনে বাঁকুড়া ডিভিশান অফিস থেকেই হয়। ‘মেন কালপ্রিট’ গঙ্গাধর ঘোষের নেতৃত্বে কয়েক জন অফিসের গেট বন্ধ করে দেয় ও অশালীন মন্তব্য করে। এই বিষয়ে তিনি থানায় লিখিতভাবে অভিযোগ জানাচ্ছেন বলেও জানান।

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor