পরকীয়ার জেরে, চিকিৎসকের মাথা মুড়িয়ে দিলেন গ্ৰামবাসীরা

0
76
doctor

বর্ধমান: পরকীয়ার জের! পরস্ত্রীর ঘর থেকে হাতুড়ে ডাক্তারকে (Doctor) ‘পাকড়াও’ করে মাথা মুড়িয়ে জুতোর মালা পরিয়ে বিদ্যুতের খুটিতে বেঁধে চলল মারধর৷ এমনকি পুরো ঘটনার ভিডিও সোশ্যাল সাইটেও আপলোড করে ভাইরাল করে দেওয়ার অভিযোগ উঠল৷ যার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমান জেলার আউসগ্ৰাম থানার পুবার গ্ৰামে৷

ঘটনার জেরে এলাকায় ব‍্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে পুলিশ এসে গ্ৰামবাসীদের হাত থেকে হাতুড়ে চিকিৎসককে উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ সূত্রের খবর, পরকীয়ায় অভিযুক্ত চিকিৎসকের নাম সওকত হাসান মণ্ডল ওরফে রাজু । তিনি পুবার গ্ৰামের বাসিন্দা ও গ্ৰামেই তিনি ডাক্তারি প্র্যাকটিস করেন। ঘটনার পর তিনি তিনজনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন৷ তবে পুলিশ গ্রামে ঢোকার পর থেকেই অভিযুক্তরা পলাতক৷

- Advertisement -

স্থানী. সূত্রের খবর: পুবার গ্ৰামেরই বাসিন্দা এক গৃহবধূর সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ রয়েছে সওকত হাসানের বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে অভিযুক্ত চিকিৎসক ওই মহিলার বাড়িতে যান৷ এরপরই মহিলার স্বামী সঙ্গীদের নিয়ে সেখানে হাজির হন৷ আপত্তিকর অবস্থায় নিজের ঘর থেকে স্ত্রীর সঙ্গে থাকা হাতুড়ে চিকিৎসককে (Doctor) পাকড়াও করেন তিনি৷ এরপরই তার মাথা মুড়িয়ে জুতোর মালা পরিয়ে বিদ্যুতের খুটিতে বেঁধে মারধর করা হয়৷ পুরো ঘটনার জেরে বুধবারও গ্রাম জুড়ে রয়েছে তীব্র উত্তেজনা৷ যদিও পরে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে রাজনৈতিক চক্রান্তের অভিযোগ এনেছেন ওই চিকিৎসক৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷

আরও পড়ুন: পার্থর স্টাইলে অনুব্রতকেও কি ঝেড়ে ফেলবে তৃণমূল

downloads: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor