
সুরজিত দাস, নদিয়া: পানীয় জল নেই, মিলছে না মিড ডে মিলও। এবার এ নিয়েই প্রতিবাদে পথে নামল ছাত্রছাত্রীরা(Students Protest) । এই মর্মে দীর্ঘক্ষণ শিক্ষিকাদের ঘরে ঢুকিয়ে তালা বন্ধ করে বিক্ষোভ করলেন এলাকাবাসী ও ছাত্রছাত্রীরা। নদিয়ার নাকাশিপাড়া থানার বিরপুর ললিতা শ্রীকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের ঘটনা। ঘটনাস্থলে নাকাশীপাড়া থানার পুলিশ।
আরও পড়ুন এবার স্কুলে ক্লাস নেবেন সিভিক ভলেন্টিয়াররা, দুর্ভাগ্যজনক বললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী
জানা যায়, বীরপুর ললিত শ্রীকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরেই নেই পানীয় জল। মিড ডে মিলের খাবার নিম্নমানের। অন্যদিকে শৌচালয় ব্যবহারের অযোগ্য। কোনও কিছু ঠিকমতো পরিষ্কার করা হয় না বিদ্যালয়ের তরফে। এর আগেও একাধিকবার জানানো হয়েছে অভিভাবকদের তরফে। ছাত্রছাত্রীরা এর আগে একাধিকবার জানিয়েছেন পানীয় জল না পাওয়ার জন্য অভিযোগ জানায়(Students Protest)। এদিন মূলত একাধিক অভিযোগ তুলে শিক্ষিকাদের ঘরের ভেতর আটকে তালা ঝুলিয়ে দেয় স্কুলে। এরপরই বিক্ষোভ দেখাতে শুরু করেন ছাত্র-ছাত্রীসহ অভিভাবকরা। দীর্ঘক্ষণ স্কুলে তালা ঝুলিয়ে চলে বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নাকাশীপাড়া থানার পুলিশ। প্রায় তিন ঘন্টা তালা ঝুলিয়ে বিক্ষোভের পর অবশেষে তা তুলে নেয় এলাকাবাসী। প্রশাসনের সঙ্গেও এলাকাবাসীর দীর্ঘক্ষণ আলোচনা চলে। এরপর প্রশাসনের তরফ থেকে বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের দাবি পূরণ করার আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেয় তারা।
এ বিষয়ে ওই এলাকার এক অভিভাবক প্রসাদী সরকার বলেন, দীর্ঘদিন ধরেই এই বিদ্যালয়ের অবস্থা বেহাল। একদিকে যেমন পানীয় জল নেই অন্যদিকে মিড ডে মিলের খাবারও নিম্নমানের। শুধু তাই নয় শিক্ষিকারা সঠিক নিয়ম মেনে স্কুলে আসেন না। পাশাপাশি ক্লাসও ঠিকমত করেন না বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে ওই বিদ্যালয়ের ছাত্রী লাভলী সরকার বলেন, ব্যবহারযোগ্য পানীয় জল না থাকার কারণে চরম সমস্যা হয় তাদের। শৌচালয়ে ঠিকমতো যাওয়া যায় না দীর্ঘদিন পরিস্কার না করার কারণে। অন্যদিকে শিক্ষিকাদের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন ঠিকমতো ক্লাস করেন না শিক্ষিকারা। তারা চাইছেন অবিলম্বে পানীয় জলের ব্যবস্থা করুক বিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি স্কুলটি যাতে অবিলম্বে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয় এবং মিড ডে মিলের খাবার যেন গ্রহণযোগ্য হয় সে বিষয়ক নজর দিক কর্তৃপক্ষ। তবে ঘটনার পরিপ্রেক্ষিতে সমাধানের আশ্বাস পেয়ে তিন ঘণ্টার পর অবশেষে বিক্ষোভ(Students Protest) তুলে নেন অভিভাবক এবং ছাত্রছাত্রীরা।