খাস ডেস্ক: মারণ ভাইরাসের দাপট এখনও অব্যাহত। দিন দিন বাড়ছে দাপট। তবে বাংলায় সামান্য কমেছে দৈনিক করোনা সংক্রমণ। কিন্তু চিন্তায় ফেলেছে মৃতের সংখ্যা। ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনায় একদিনে মৃত্যু হয়েছে নয়জনের।
অন্যদিকে, আগের তুলনায় বেড়েছে টেস্টের সংখ্যা। সঙ্গে রয়েছে একাধিক বিধিনিষেধ। যার ফলেই দৈনিক সংক্রমণে অনেকটাই সংক্রমণ নিয়ন্ত্রণে এসেছে। চলতি মাসের শুরুতে যেই সংখ্যা প্রায় ৩০ হাজারে পৌঁছে গিয়েছিল, তা এখন অনেকটাই কমে গিয়েছে।
আরও পড়ুন-bypolls: ফের ভোট রাজ্যে, মার্চের শুরুতেই হতে পারে বালিগঞ্জ-আসানসোল উপনির্বাচন
মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন চার হাজার ৪৯৪ জন। সংক্রমণে সবার ওপরে রয়েছে কলকাতা। সেখানে একদিন আক্রান্ত হয়েছেন ৫৯১ জন। এরপরেই দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানেও একদিনে আক্রান্তের সংখ্যা ৫৮৩।
এরপরে দক্ষিণ ২৪ পরগনায় একদিনে সংক্রমিতের সংখ্যা ৪২৩। এছাড়াও স্বস্তি দিয়ে কমছে রাজ্যের সক্রিয় রোগীর সংখ্যাও। কিন্তু চিন্তা বাড়াচ্ছে দৈনিক মৃতের সংখ্যা। এদিন করোনায় নয় জন প্রাণ হারিয়েছেন শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনায়। পাশাপাশি কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে সাতজন করে।
আরও পড়ুন-অনলাইন ক্লাসে উপস্থিতি নগণ্য, পঠন-পাঠন চালু রাখতে গাছ তলাতেই ভরসা শিক্ষকদের
এছাড়াও গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৮ হাজার ৮২৫ জন। এ নিয়ে মোট ১৮ লক্ষ ৭৩ হাজার ৭০৬ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৪.৯১ শতাংশ। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৬৩ হাজার ১২৩ জনের।