তুহিন শুভ্র আগুয়ান, মহিষাদলঃ পরীক্ষাকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড। সোমবার ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত মহিষাদল রাজ কলেজে। পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থী এবং কলেজের ইউনিয়নের সদস্যদের মধ্যে চরম ধস্তাধস্তি শুরু হয়।
উল্লেখ্য, মহিষাদল রাজ কলেজে সোমবার হলদিয়া ল কলেজের পরীক্ষার সিট পড়েছিল। সেখানে পরীক্ষার্থীরা সময় মতই পরীক্ষা দিতে এসেছিল। কিন্তু পরীক্ষা কেন্দ্রে নেই অধ্যাপকেরা। তার বদলে গার্ড দিচ্ছে কলেজ সংসদের সদস্যরা। এমনটাই অভিযোগ পরীক্ষার্থীদের।
পরীক্ষা কেন্দ্রে সংসদ সদস্যদের গার্ড দেওয়ার ঘটনার সঙ্গে পরীক্ষার্থীরা আরো দাবি করে পরীক্ষায় মোটা অঙ্কের টাকা নিয়ে পাস করানোর কথা। পরীক্ষার্থীদের দাবি, প্রত্যেক সেমিস্টার অনুযায়ী পাস করানোর জন্য সংসদের তরফ থেকে মোটা অংকের টাকা দাবি করা হচ্ছে। এই সমস্ত অভিযোগকে কেন্দ্র করেই কার্যত ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয় গোটা কলেজ চত্বরে।
সোমবার সংসদ সদস্যদের সঙ্গে আগত পরীক্ষার্থীদের মধ্যে ব্যাপক ঝামেলা বাঁধে। যা হাতাহাতি পর্যন্ত গড়ায়। শেষ পর্যন্ত কলেজ কতৃপক্ষ খবর দেয় মহিষাদল থানায়। ঘটাস্থলে মহিষাদল থানার পুলিশ এলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকে পরীক্ষার্থীরা। গোটা ঘটনাকে কেন্দ্র করে কার্যত হুলুস্থুলু পড়ে যায় গোটা এলাকায়।