কলকাতা: বেড়েই চলেছে সবজির দাম৷ সোমের পর মঙ্গলেও ঊর্ধ্বমুখী সবজি ও মাছ-মাংসের দাম৷ কলকাতা থেকে জেলা সর্বত্রই সবজি বাজারে আগুনদর৷ মুরগির ডিম এবং হাঁসের ডিমের দামও ঊর্ধ্বমুখী৷ সেই সঙ্গে দাম বেড়েছে চাল-ডাল-তেল-মশলারও৷ দাম শুনলেও চোখ উঠবে কপালে৷ একনজরে দেখে নিন মঙ্গলের বাজারদর৷ কত দাম হল সবজিসহ মাছ-মাংসের৷
সবজির দাম:
চন্দ্রমুখী আলু – ৪০ টাকা
আদা – ১৮০ টাকা
পেঁয়াজ – ৪৫ টাকা কেজি
রসুন – ১৮০ টাকা
বিনস – ১৫০ টাকা
ঢ্যাঁড়শ – ৫০ টাকা কিলো
লঙ্কা – ১২০ টাকা
উচ্ছে – ৬০ টাকা
পটল – ৪০ টাকা
পেঁপে – ৪০ টাকা কেজি
বেগুন – ১২০ টাকা কেজি
টম্যাটো – ১৫০
সজনে ডাঁটা – ২০০টাকা
মাছের দাম:
কাতলা – কেজিতে ৩৭০-৪২০ টাকা
বাগদা চিংড়ি – ৯৫০ টাকা
গলদা চিংড়ি – ৭০০-৮০০ টাকা
রুই – কেজিতে ২৮০-৩২০ টাকা
পাবদা – ৪০০-৫০০ টাকা
ভেটকি – ৭৫০ টাকা
পমফ্রেট – ৬৫০ টাকা কেজি
ইলিশ – ১৮০০ টাকা কেজি
ট্যাংরা – ৬০০ টাকা
মাংসের দামের তালিকা:
মুরগির মাংস (গোটা) – প্রতি কেজি ১৫০-১৭০ টাকা
মুরগির মাংস (কাটা) – প্রতি কেজি ২১০-২৪০ টাকা
খাসির মাংস – প্রতি কেজি ৬২০-৭০০ টাকা